Advertisement
১৯ এপ্রিল ২০২৪

দুষ্কৃতী ধৃত, বৃদ্ধাকে সম্মান

কালনা শহরে বারবার মোটরবাইকে চড়ে এসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ফের মঙ্গল ও বুধবার পরপর এমন ঘটনা ঘটে। তবে বুধবার ভোরে শহরের ৭ নম্বর ওয়ার্ড শ্যামলালপাড়ার বৃদ্ধা চিত্রা পালের চেষ্টায় ধরা পড়ে যায় অভিযুক্ত

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কালনা শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮ ০১:৫৮
Share: Save:

ভোরে বাড়ির সামনে গলা থেকে হার ছিনিয়ে পালানোর চেষ্টা করেছিল দুষ্কৃতী। গো়ড়ায় হতচকিত হয়ে পড়লেও দ্রুত ধাওয়া করেন তিনি। ধস্তাধস্তি করেন দুষ্কৃতীর সঙ্গে। দাঁত ভেঙে গেলেও পিছু হটেননি। শেষ পর্যন্ত তাঁর চেষ্টায় ধরা পড়ে যায় ছিনতাইয়ে অভিযুক্ত। এমন কীর্তির জন্য কালনার বৃদ্ধাকে সম্মান জানানোর চিন্তাভাবনা চলছে বলে জানাল প্রশাসন।

কালনা শহরে বারবার মোটরবাইকে চড়ে এসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ফের মঙ্গল ও বুধবার পরপর এমন ঘটনা ঘটে। তবে বুধবার ভোরে শহরের ৭ নম্বর ওয়ার্ড শ্যামলালপাড়ার বৃদ্ধা চিত্রা পালের চেষ্টায় ধরা পড়ে যায় অভিযুক্ত। বৃহস্পতিবার চিত্রাদেবী বলেন, ‘‘ওই দুষ্কৃতী বিভিন্ন বাড়ি দেখিয়ে সেগুলি কার জানতে চাইছিল। প্রশ্নের জবাব দিতে যেতেই গলা থেকে হার ছিনিয়ে নেয়। সাতপাঁচ না ভেবে ওকে ধাওয়া করি। ধস্তাধস্তিতে পড়ে গিয়ে একটা দাঁত ভেঙে যায়। তবু হাল ছাড়িনি।’’ তাঁর সাহসের প্রশংসা করেছেন শহরের বাসিন্দারা। চঞ্চল বন্দ্যোপাধ্যায়, পরিমল কোলেরা বলেন, ‘‘চিত্রাদেবী বাধা না দিলে নিশ্চিন্তে পালিয়ে যেত ওই দুষ্কৃতী। প্রশাসনের উচিত ওঁকে সম্মানিত করা।’’

কালনার পুরপ্রধান দেবপ্রসাদ বাগ বলেন, ‘‘মহিলার সাহসিকতার কথা শুনেছি। কোনও একটি অনুষ্ঠানে ওঁকে সম্মানিত করবে পুরসভা।’’ মহকুমাশাসক (কালনা) নীতিশ ঢালিও জানান, কী ভাবে বৃদ্ধাকে সম্মানিত করা যায়, তা ভাবা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arrest Miscreants Old Woman Snacthing
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE