Advertisement
১৯ এপ্রিল ২০২৪

উস্কানির পোস্ট, গ্রেফতার

সোশ্যাল মিডিয়ায় হুমকি ও উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। হায়দরাবাদের এনবিটি নগর থেকে বছর বাইশের সুবীর প্রধানকে গ্রেফতার করেছে কেতুগ্রাম থানার পুলিশ। ধৃতের বাড়ি কেতুগ্রামের দক্ষিণডিহিতে।

নিজস্ব সংবাদদাতা
কাটোয়া শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৮ ০২:৫১
Share: Save:

সোশ্যাল মিডিয়ায় হুমকি ও উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। হায়দরাবাদের এনবিটি নগর থেকে বছর বাইশের সুবীর প্রধানকে গ্রেফতার করেছে কেতুগ্রাম থানার পুলিশ। ধৃতের বাড়ি কেতুগ্রামের দক্ষিণডিহিতে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হায়দরাবাদের বানজারা হিলস এলাকার একটি খাবারের দোকানে কাজ করে সুবীর। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ‘বীর প্রধান’ নামে অ্যাকাউন্ট রয়েছে তার। সম্প্রতি কেতুগ্রাম থানার এক এসআই স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করেন তার বিরুদ্ধে। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় সুবীর বিভিন্ন উস্কানিকমূলক পোস্ট ও মন্তব্য করে। পুলিশ ও তৃণমূল নেতাদের উপরে হামলার হুমকি দিয়েও পোস্ট করে সে। অনেককে সে এসএমএস করে উস্কানি দেয় বলেও অভিযোগ।

গ্রেফতার করার পরে হায়দরাবাদের মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয় ধৃতকে। সেখান থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে তাকে কাটোয়ায় আনে পুলিশ। শান্তিভঙ্গ, হুমকি-সহ নানা ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সোমবার কাটোয়া আদালতে তোলা হলে ধৃতকে দু’দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।

ওই যুবককে গ্রেফতারের প্রতিবাদ করেছে বিজেপি। দলের জেলা সভাপতি কৃষ্ণ ঘোষের অভিযোগ, ‘‘এখন সরকারের বিরুদ্ধে মুখ খুললেই পুলিশি মামলায় ফাঁসানো হচ্ছে।’’ কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ সাহানেওয়াজের পাল্টা বক্তব্য, ‘‘উস্কানি দিয়ে অশান্তি তৈরির চেষ্টা অপরাধ। আইন আইনের পথে চলবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arrest Police Provocative Post Social media
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE