Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বাইরের কর্মীদের বাধা, দাবি স্থানীয় লোক নিয়োগের

স্থানীয় বাসিন্দাদের নিয়োগ করতে হবে, এই দাবিতে বাইরে থেকে কাজে আসা কারখানার কর্মীদের পথ আটকানোর অভিযোগ উঠল দুর্গাপুরে। শহরের ৩৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরবিন্দ নন্দীর নেতৃত্বে বুধবার এই কাণ্ড ঘটে বলে অভিযোগ। প্রতিবাদে ওই কর্মীরা বেশ কিছুক্ষণ দুর্গাপুর ব্যারাজে রাস্তা অবরোধ করেন।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর ও বাঁকুড়া শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৫৭
Share: Save:

স্থানীয় বাসিন্দাদের নিয়োগ করতে হবে, এই দাবিতে বাইরে থেকে কাজে আসা কারখানার কর্মীদের পথ আটকানোর অভিযোগ উঠল দুর্গাপুরে। শহরের ৩৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরবিন্দ নন্দীর নেতৃত্বে বুধবার এই কাণ্ড ঘটে বলে অভিযোগ। প্রতিবাদে ওই কর্মীরা বেশ কিছুক্ষণ দুর্গাপুর ব্যারাজে রাস্তা অবরোধ করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের রাতুড়িয়া-অঙ্গদপুর শিল্পতালুকের বিভিন্ন কারখানায় এলাকার লোকজনের পাশাপাশি বাইরের অনেকে ঠিকাকর্মীর কাজ করেন। বাঁকুড়ার বড়জোড়া থেকে অনেক লোকজন আসেন কাজ করতে। কাউন্সিলর অরবিন্দবাবু অভিযোগ করেন, দামোদরের উল্টো দিকে বড়জোড়া শিল্পতালুকের কারখানায় দুর্গাপুরের দিকের কেউ কাজে গেলে বাধার মুখে পড়তে হয়। স্থানীয় লোকজনই সেখানে কাজ পান। তাই দুর্গাপুরের কারখানাতেও স্থানীয় মানুষই শুধু কাজ পাবেন, দাবি তাঁদের।

অভিযোগ, এই দাবি তুলেই এ দিন সকালে বাঁকুড়ার দিক থেকে কাজে আসা বেশ কয়েক জনকে রাস্তায় আটকে দেওয়া হয়। এলাকার গ্রাম কমিটির নাম করে কিছু লোকজন তাঁদের বাধা দেয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নেতৃত্বে ছিলেন অরবিন্দবাবু নিজেই। সেই অভিযোগ উড়িয়ে অরবিন্দবাবু বলেন, ‘‘গ্রামের পাশেই কারখানা। বাসিন্দারা দূষণের শিকার হন। অথচ, তাঁদের কাজ মেলে না। স্থানীয় গ্রাম কমিটি তাই এমন পদক্ষেপ করতে বাধ্য হয়েছে।’’

দুপুরের শিফটে অবশ্য বাঁকুড়ার বেশ কয়েকজন কর্মী কাজে যোগ দিতে পেরেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু কর্মীর হুঁশিয়ারি, বৃহস্পতিবার সকালে ফের বাধার মুখে পড়লে তাঁরা বড় আন্দোলনে নামবেন।

কাজে যোগ দিতে বাধার বিরোধিতা করে সিটু নেতা তথা সিপিএমের দুর্গাপুর ২ পূর্ব জোনাল সম্পাদক পঙ্কজ রায় সরকারের বক্তব্য, ‘‘এ ভাবে প্রকৃত শ্রমিকদের রাস্তা না আটকে বরং বন্ধ কারখানা খোলার দিকে মন দিন শাসক দলের কাউন্সিলর। তা হলেই স্থানীয় বাসিন্দারা কাজ পাবেন।’’ তাঁর দাবি, কাউন্সিলর হয়ে আইন-শৃঙ্খলা সমস্যা তৈরি অনুচিত।

বড়জোড়া শিল্পতালুকে দুর্গাপুরের শ্রমিকদের কাজ করতে না দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের বড়জোড়া ব্লক সভাপতি অলোক মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘‘বড়জোড়ায় বাইরে থেকে আসা শ্রমিক-কর্মীর সংখ্যাই বেশি।’’ তিনি জানান, বাঁকুড়া থেকে দুর্গাপুরের কারখানায় কাজে গিয়ে এ দিন বাধা পাওয়ার কথা শ্রমিক-কর্মীরা তাঁদের জানিয়েছেন। তবে কোনও রাজনৈতিক দলের লোক আটকেছেন বলে জানাননি। অলোকবাবু বলেন, ‘‘দলের উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি। বৃহস্পতিবার ফের দুর্গাপুরে কর্মীদের বাধা দেওয়া হলে আমি নিজে যাব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Factory Outsiders Insiders Protest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE