Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সরকারি আবাসনে পার্টি অফিস, সালানপুরে বিতর্কে তৃণমূল

দামোদর ভ্যালি কর্পোরেশনের (ডিভিসি) আবাসনের তালা ভেঙে পঞ্চায়েত নির্বাচনের জন্য অফিস বানানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি সালানপুর ব্লকের কল্যাণেশ্বরী এলাকার।

তৃণমূলের এই নির্বাচনী অফিস ঘিরে বিতর্ক। নিজস্ব চিত্র

তৃণমূলের এই নির্বাচনী অফিস ঘিরে বিতর্ক। নিজস্ব চিত্র

সুশান্ত বণিক
সালানপুর শেষ আপডেট: ০৫ মে ২০১৮ ১২:৩০
Share: Save:

দামোদর ভ্যালি কর্পোরেশনের (ডিভিসি) আবাসনের তালা ভেঙে পঞ্চায়েত নির্বাচনের জন্য অফিস বানানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি সালানপুর ব্লকের কল্যাণেশ্বরী এলাকার। এ দিকে, নিরাপত্তার প্রশ্ন তুলে ডিভিসি কলোনির বাসিন্দারা ডিভিসি কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন। আবাসন দখল করে কে বা কারা কীভাবে সেখানে নির্বাচনী অফিস তৈরি করেছে, তার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ডিভিসি কর্তৃপক্ষ।

নির্বাচনী অফিস বানানোর কথা স্বীকার করলেও, তালা ভেঙে অফিস বানানোর কথা অস্বীকার করেছেন তৃণমূলের সালানপুর ব্লক সভাপতি তথা জেলাপরিষদের প্রার্থী মহম্মদ আরমান। তাঁর দাবি, ‘‘আবাসনটি যাঁর তত্ত্বাবধানে আছে, তাঁর কাছ থেকে অনুমতি নিয়ে অফিস করা হয়েছে। দিন দশেক পরেই আমরা আবাসনটি ছেড়ে দেব।’’

খোঁজ করতে গিয়ে জানা গিয়েছে, কল্যাণেশ্বরী লাগোয়া ডিভিসির মাইথন লেফট ব্যাঙ্কের কর্মী আবাসন এলাকাটি সালানপুর ব্লকের দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। ডিভিসি কর্তৃপক্ষের অভিযোগ, ওবি-এ১ নম্বরের তালাবন্ধ ফাঁকা আবাসনটির তালা ভেঙে ও দরজা খুলে সেটি দখল করে অফিসটি বানানো হয়েছে। সেখান থেকেই তৃণমূলের সাংগঠনিক ও নির্বাচনী কার্যকলাপ পরিচালনা করা হচ্ছে। বিষয়টি জানার পরেই সংস্থার নিরাপত্তা ও জমিদারি দফতরের আধিকারিকদের দিয়ে তদন্ত করানো হয় বলে ডিভিসি সূত্রে খবর। তদন্তকারীরা বলেন, ‘‘আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।’’

এ দিকে, কর্মী আবাসনের মধ্যে নির্বাচনী অফিস তৈরি হওয়ায় সাধারণ বাসিন্দারা নিরপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। সাধারণ বাসিন্দাদের অভিযোগ, ‘‘অফিসটি তৈরি হওয়ার পর থেকেই এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়েছে। রাত-বিরেতে হই-হুল্লোড় লেগেই রয়েছে। শান্তিও বিঘ্নিত হচ্ছে।’’ রাষ্ট্রায়ত্ত সংস্থার অধীনে থাকা নিজস্ব কলোনিতে তৈরি হওয়া এই অফিস অবিলম্বে গুটিয়ে ফেলার দাবি জানিয়ে ডিভিসি কর্তৃপক্ষের কাছে দরবার করেছে সিপিএম। দলের ব্লকের নেত্রী তথা জেলাপরিষদ প্রার্থী শিপ্রা মুখোপাধ্যায় বলেন, ‘‘ডিভিসি কর্তৃপক্ষের পাশাপাশি বিষয়টি নির্বাচন কমিশনকেও জানিয়েছি।’’ ঘটনাটি জানার পরেই ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে বিজেপিও। দলের সালানপুর ব্লকে নির্বাচনের দায়িত্বে থাকা রাজ্য নেতা তাপস রায় বলেন, ‘‘সরকারি আবাসন দখল করে রাজনৈতিক দলের নির্বাচনী অফিস হতে পারে না। আমরা নির্বাচন কমিশনকেও জানাব।’’

ডিভিসি’র জনসংযোগ আধিকারিক বিজয়কুমার বলেন, ‘‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন।’’ তবে ডিভিসি কর্তৃপক্ষ এ বিষয়ে আইনি পদক্ষেপ নিতে চলেছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন। তৃণমূলের জেলা সভাপতি ভি শিবদাসন বলেন, ‘‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE