Advertisement
১৯ এপ্রিল ২০২৪

নানা অনুষ্ঠানে বিবেক স্মরণ জেলায়

বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ১৫৪তম স্বামী বিবেকান্দের জন্মদিন পালন হল জেলা জুড়ে। যুব কল্যাণ দফতরের উদ্যোগে বর্ধমান শহরের টাউন হলে স্বামীজিকে শ্রদ্ধা জানানো হয়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৭ ০০:৪৪
Share: Save:

বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ১৫৪তম স্বামী বিবেকান্দের জন্মদিন পালন হল জেলা জুড়ে। যুব কল্যাণ দফতরের উদ্যোগে বর্ধমান শহরের টাউন হলে স্বামীজিকে শ্রদ্ধা জানানো হয়। ছিলেন বর্ধমান উত্তরের মহকুমাশাসক মুফতি সামিম শওকত, পুরপ্রধান স্বরূপ দত্ত প্রমুখ। বর্ধমান শহরের সুভাষ পল্লি ও সারদা আশ্রমেও নানা অনুষ্ঠান হয়। গলসি ১ ব্লকের গলিগ্রামেও এ দিন বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন বিধায়ক অলোক মাঝি। ছিলেন গলসি ১ ব্লকের সভাপতি জনার্দন চট্টোপাধ্যায়। দিনভর নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়।

বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হয় পানাগড় দিশারী মহিলা সঙ্ঘের পরিচালনায়। পানাগড় রেলপাড়ে প্রায় ছ’শো দুঃস্থ মানুষের স্বাস্থ্যপরীক্ষা করা হয়। পানাগড় রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠেও নানা অনুষ্ঠানের আয়োজন ছিল। এ দিন ওই স্কুলের বাৎসরিক অনুষ্ঠান, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণও হয়। হাজির ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা, কাঁকসার বিডিও অরবিন্দ বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় রায়, জেলা পরিষদের সদস্য দেবদাস বক্সী প্রমুখ। যুব কল্যাণ দফতরের উদ্যোগে বিবেক চেতনা উৎসব হয় পূর্বস্থলী ২ ব্লকে। বৃহস্পতিবার উখড়া নরেন্দ্রনাথ হাইস্কুলে ওই অনুষ্ঠানে বসে আঁকো, আবৃত্তি, সঙ্গীত, ক্যুইজ, বিতর্ক, তাৎক্ষণিক বক্তৃতায় যোগ দেয় দুই স্কুলের ছাত্রছাত্রীরা।

বিবেকানন্দের জন্মদিন স্মরণ করে মাজিদা গণবিদ্যাভবন ও নরেন্দ্রনাথ হাইস্কুলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচও হয়। জয়ী হয় নরেন্দ্রনাথ স্কুল। পারুলিয়া বিবেকানন্দ যুব মহামণ্ডল এ দিন শ’পাঁচেক ছাত্রছাত্রীকে নিয়ে বিবেক যাত্রার আয়োজন করে। ছিল নানা অনুষ্ঠানের আয়োজন। কাষ্ঠশালি হিরো অ্যাথলেটিক ক্লাবেও বিবেকানন্দের জীবন ও কাজ নিয়ে আলোচনা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Swami Vivekananda Birthday
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE