Advertisement
২৫ এপ্রিল ২০২৪
ECL Colliery

বিদ্যুৎ চেয়ে ছ’ঘণ্টা ক্ষোভ কোলিয়ারিতে

কোনও খনিকর্মী কাজে যোগ দিতে পারেননি।

এলাকাবাসীর বিক্ষোভ জেকে নগরে। নিজস্ব চিত্র

এলাকাবাসীর বিক্ষোভ জেকে নগরে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
রানিগঞ্জ শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৬:৪৮
Share: Save:

বিদ্যুৎ সংযোগ চেয়ে ঘণ্টা ছ’য়েক দু’টি কোলিয়ারির উৎপাদন ব্যাহত করে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের একাংশের বিরুদ্ধে। মঙ্গলবার জেকে নগরের ঘটনা। বিক্ষোভকারীরা জানান, এই পরিস্থিতিতে সব থেকে সমস্যায় পড়েছে মাধ্যমিক পরীক্ষার্থীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টা থেকে জেকে নগর স্কুলপাড়া ও মুচিপাড়ার কয়েকশো মহিলা জেকে নগর কোলিয়ারি ও জেকে নগর প্রজেক্টের খনিতে ওঠা-নামার ডুলির সামনে বসে পড়েন। ফলে, কোনও খনিকর্মী কাজে যোগ দিতে পারেননি। বিক্ষোভকারীরা জানান, ইসিএলের বিদ্যুৎই ভরসা। রাজ্য সরকার এ পর্যন্ত বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করেনি। ওই দু’টি কোলিয়ারি লাগোয়া এলাকায় প্রায় তিন দশক ধরে বিদ্যুৎ সংযোগ দিচ্ছে ইসিএল। কিন্তু দিন পনেরো আগে সংস্থা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বলে অভিযোগ। তবে, গত শনিবার ফের সংযোগ দেওয়া হয় স্থানীয় ময়রাবাদ, ওল্ড মাইনাস এলাকায়। কিন্তু সংযোগ-এলাকা থেকে বাদ পড়ে স্কুলপাড়া ও মুচিপাড়া, অভিযোগ বাসিন্দাদের।

এই পরিস্থিতিতে সব থেকে সমস্যায় পড়েছে মাধ্যমিক পরীক্ষার্থীরা, জানান স্কুলপাড়ার বাসিন্দা মৃণ্ময় আচার্য, মুচিপাড়ার মানিক রুইদাসেরা। মাধ্যমিক পরীক্ষার্থী রোহিত কৈরি, অরবিন্দ কৈরি, সুমিতাকুমারী রাইয়েরা বলে, ‘‘খুবই অসুবিধা হচ্ছে। বেশি টাকা দিয়ে কেরোসিন কিনতে হচ্ছে। ফলে, আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারগুলি অসুবিধায় পড়ছে। অনেক ভোরে উঠে পড়তে হচ্ছে।’’

স্থানীয় বাসিন্দা অজিতকুমার মাহাতোর দাবি, বিক্ষোভ চলাকালীন কর্তৃপক্ষ গুরুত্ব দিতে না চাওয়ায় বিষয়টি বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়কেও জানানো হয়। তাপসবাবু বলেন, ‘‘মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে বিদ্যুৎ সংযোগ যাতে দেওয়া হয়, সাতগ্রাম এরিয়ার জিএম-কে সেই আবেদন করা হয়েছে। তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।’’

স্থানীয় সূত্রে জানা যায়, শেষমেশ কোলিয়ারি কর্তৃপক্ষ প্রয়োজনীয় আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। জিএম অভিজিৎ মল্লিক বলেন, ‘‘ওই দু’টি কোলিয়ারি লাগোয়া এলাকায় বাড়ি, বাজার-সহ সর্বত্র হুক করে বিদ্যুৎ সংযোগ নেওয়া হচ্ছিল। ফলে, মাসে সংস্থার ২৫ লক্ষ টাকা করে ক্ষতি হচ্ছিল। তাই সংযোগ বিচ্ছিন্ন করা হয়।’’ ময়রাবাদ, ওল্ড মাইনাস এলাকায় বিধায়কের লিখিত আর্জির ভিত্তিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অস্থায়ী ভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বলে দাবি ওই আধিকারিক। অভিজিৎবাবুর বক্তব্য, ‘‘ওই দু’টি এলাকাতেও অস্থায়ী বিদ্যুৎ দেওয়া হয়েছে। তবে ছ’ঘণ্টা উৎপাদন ব্যাহত হওয়ার জন্য কয়েক লক্ষ টাকা ক্ষতি হবে বলে অনুমান।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ECL Colliery Electricity
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE