Advertisement
১৯ এপ্রিল ২০২৪
নালিশ বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে

জেল থেকেই তোলাবাজি

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয়রঞ্জন পাল বর্ধমানের কেন্দ্রীয় সংশোধনাগারে তোলাবাজি হচ্ছে বলে অভিযোগ পান। পুলিশকে তদন্ত করার নির্দেশ দেন তিনি। জেলা পুলিশ তিন জনের একটি দল গঠন করে তদন্ত শুরু করে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৭ ০৮:০০
Share: Save:

কেন্দ্রীয় সংশোধনাগারে তোলাবাজির অভিযোগে তিন বন্দির বিরুদ্ধে মামলা রুজু করল বর্ধমান থানা। পুলিশ জানিয়েছে, সাজাপ্রাপ্ত বন্দি উমেশ ঠাকুর ও বিচারাধীন বন্দি সৌমেন বৈদ্য এবং সুপ্রিয় রায়চৌধুরীর বিরুদ্ধে পরিকল্পনা করে তোলাবাজি ও ভয় দেখানোর মামলা রুজু করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয়রঞ্জন পাল বর্ধমানের কেন্দ্রীয় সংশোধনাগারে তোলাবাজি হচ্ছে বলে অভিযোগ পান। পুলিশকে তদন্ত করার নির্দেশ দেন তিনি। জেলা পুলিশ তিন জনের একটি দল গঠন করে তদন্ত শুরু করে। অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ হাতে আসার পরেই বর্ধমান থানায় মামলা রুজু করা হয়। পুলিশ জানিয়েছে, বছর খানেক আগে মহিলা থানায় একটি মামলায় গ্রেফতার হন বর্ধমানের শ্যামাপ্রসাদ গুঁই। তিনি অভিযোগ করেন, অভিযুক্তেরা জেলে দু’হাজার টাকা তোলা চেয়ে তাঁকে হুমকি দেখায়। তাঁর বাড়িতে ফোন করেও ওই টাকা দাবি করেন অভিযুক্তেরা। ফোনে শ্যামাপ্রসাদও টাকা আনার জন্য পরিজনেদের বলেন। অভিযুক্তরা এ ব্যাপারে মুখ না খোলার জন্য শ্যামাপ্রসাদবাবুকে হুমকিও দেয় বলে অভিযোগ।

পরে শ্যামাপ্রসাদবাবু এ ব্যাপারে সন্তর্পণে সংশোধনাগারের সুপার শুভেন্দুকৃষ্ণ ঘোষের কাছে অভিযোগ জানান। ওই অভিযোগ পেয়ে সংশোধনাগার কর্তৃপক্ষ ২ নম্বর ওয়ার্ডে তল্লাশি চালায়। ধৃত সুপ্রিয়র কাছ থেকে একটি মোবাইল উদ্ধার হয়। জেল সুপার রিপোর্টও দেন সিজেএমকে। ওই রিপোর্ট পাওয়ার পরে সিজেএম জেলা পুলিশকে তদন্ত করে মামলা রুজুর নির্দেশ দেন। এর আগেও, বর্ধমান সংশোধনাগার থেকে বারবার মোবাইল উদ্ধারের ঘটনা ঘটেছে। এ বার তোলাবাজির অভিযোগ ওঠায় অস্বস্তিতে পড়ে গেল সংশোধনাগার কর্তৃপক্ষ। তবে মামলা রুজু নিয়ে সংশোধনাগারের কোনও কর্তাই মুখ খুলতে রাজি নন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE