Advertisement
২০ এপ্রিল ২০২৪
Narendra Modi

দিনভর প্রতিবাদ-বিক্ষোভ নানা প্রান্তে

দিনভর বিক্ষোভ মিছিল চলল জেলা জুড়ে। কোথাও এনআরসি-সিএএ-র প্রতিবাদে পথে নামল তৃণমূল, কোথাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের প্রতিবাদে মিছিল করল নানা সংগঠন।

জমায়েত: বর্ধমানের কার্জন গেট চত্বরে শনিবার সন্ধ্যায় মোদীর কলকাতা সফরের বিরোধিতায় সমাবেশ। ছবি: উদিত সিংহ

জমায়েত: বর্ধমানের কার্জন গেট চত্বরে শনিবার সন্ধ্যায় মোদীর কলকাতা সফরের বিরোধিতায় সমাবেশ। ছবি: উদিত সিংহ

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২০ ০৫:০২
Share: Save:

দিনভর বিক্ষোভ মিছিল চলল জেলা জুড়ে। কোথাও এনআরসি-সিএএ-র প্রতিবাদে পথে নামল তৃণমূল, কোথাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের প্রতিবাদে মিছিল করল নানা সংগঠন।

নাগরিকত্ব আইন ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল করল তৃণমূল। শনিবার ভাতারের মাহাচান্দা অঞ্চলের খুরুল গ্রামে ওই মিছিলে ছিলেন ভাতার ব্লক কার্যকরী সভাপতি মনোয়ার ইসলাম, ভাতার ব্লক যুব তৃণমূল সভাপতি অমিত হুই, ভাতার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মহেন্দ্র হাজরা, যুব নেতা শান্তনু কোনার, বাবুরাম ঘোষ প্রমুখ। খুরুল বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে গোটা গ্রাম পরিক্রমা করে।

কাটোয়াতেও এনআরসি ও সিএএ-র বিরুদ্ধে বিক্ষোভ দেখায় জমিয়তে উলামায়ে হিন্দ। শনিবার দুপুরে ওই সংগঠনের কাটোয়া শাখার সদস্যেরা কাছারি রোডে মহকুমাশাসকের অফিসের সামনে জমা হন। ঘণ্টা ছয়েক ধরে চলে বিক্ষোভ। সংগঠনের কাটোয়া শাখার কর্মকর্তা রহমতুল্লা চৌধুরী বলেন, ‘‘এনআরসি এবং সিএএ আমরা কিছুতেই মানব না। দুটি আইনই প্রত্যাহার করতে হবে। এর প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলনে নেমেছি।’’ প্রধানমন্ত্রীর কলকাতা সফরের দিনে বর্ধমানের কার্জন গেট চত্বরেও প্রতিবাদ সভা করে এই সংগঠন।

মেমারিতে সিপিএমের তরফেও একটি প্রতিবাদ সভা করা হয়। সভায় বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সদস্য সনৎ বন্দোপাধ্যায়। এ দিন বিকেলে সিপিএমের গুসকরা পূর্ব এরিয়া কমিটির উদ্যোগেও কালো পতাকা নিয়ে মিছিল করা হয়। গুসকরা স্টেশন এলাকা পর্যন্ত যায় মিছিল। ‘গো ব্যাক মোদী’ ধ্বনি ওঠে। মিছিলে ছিলেন সিপিএমের জেলা কমিটির সদস্য আলমগীর মণ্ডল, গুসকরা পূর্ব এরিয়া কমিটির সম্পাদক নারায়ণচন্দ্র ঘোষ প্রমুখ। গলসি বাজারেও কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান সিপিএম কর্মীরা।

ভাতারের বলগোনা বাজারেও প্রতিবাদ মিছিল করে সিপিএমের ভাতার এক নম্বর এরিয়া কমিটি। সভায় বক্তব্য রাখেন প্রাক্তন বাম বিধায়ক সুভাষ মণ্ডল, ভাতার এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক নজরুল হক, বাম নেতা হরিহর চৌধুরী। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষারও দাবি করেন নেতারা। ভাতারের মুরাতিপুর বাজারেও মিছিল ও পথসভা করে এসএফআই এবং ডিওয়াইএফ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendra Modi Protest Agitation NRC CAA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE