Advertisement
২৫ এপ্রিল ২০২৪

রেশন দোকানে অভিযান চালিয়ে বাতিল লাইসেন্স

দিন কয়েক আগেই এক দশকেরও বেশি পুরনো আটা বাজেয়াপ্ত করে পুলিশ। তার পরে বৃহস্পতিবার কাটোয়ার কয়েকটি রেশন দোকানে অভিযান চালিয়ে ফের বেশ কিছু অনিয়ম নজরে পড়ল প্রশাসনের কর্তাদের।

খাদ্যসামগ্রী পরীক্ষা। নিজস্ব চিত্র।

খাদ্যসামগ্রী পরীক্ষা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কাটোয়া শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৬ ০১:৫৪
Share: Save:

দিন কয়েক আগেই এক দশকেরও বেশি পুরনো আটা বাজেয়াপ্ত করে পুলিশ। তার পরে বৃহস্পতিবার কাটোয়ার কয়েকটি রেশন দোকানে অভিযান চালিয়ে ফের বেশ কিছু অনিয়ম নজরে পড়ল প্রশাসনের কর্তাদের। বাতিল করা হল একটি দোকানের লাইসেন্স।

এ দিন সকাল থেকেই মহকুমাশাসক খুরশিদ আলি কাদরি, মহকুমা খাদ্য ও সরবরাহ আধিকারিক দেবলীনা ঘোষ, ডেপুটি ম্যাজিস্ট্রেট বিপ্লব সরকার ও পার্থপ্রতিম সাধুখাঁ’রা রেশন সামগ্রীর গুণগত মান, ডিলারদের বৈধ অনুমতিপত্র প্রভৃতি খতিয়ে দেখতে অভিযান শুরু করেন। প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, হরিসভাপাড়া, গোয়ালপাড়া, কারবালাতলা মোড়, নীচু বাজার, ডাবপট্টি এলাকার পাঁচটি রেশন দোকান এবং কাটোয়া-বর্ধমান রাজ্য সড়ক লাগোয়া একটি ডিস্ট্রিবিউটারের গুদামে অভিযান চালানো হয়।

প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, হরিসভাপাড়ার দোকানটিতে একই সঙ্গে মুদিখানা ও রেশন দোকান চলায় তার লাইসেন্স বাতিল করা হয়েছে। মহকুমা প্রশাসন সূত্রে খবর, নির্দিষ্ট পরিমাণ খাদ্যসামগ্রীর রেকর্ড দেখাতে না পারায় বাকি চারটি দোকান ও ডিস্ট্রিবিউটারের গুদামের বিরুদ্ধেও তদন্ত করা হবে। প্রয়োজনে শো-কজও করা হতে পারে। বৃহস্পতিবার মহকুমাশাসক বলেন, ‘‘পুরনো সামগ্রী বিক্রির একাধিক অভিযোগ পেয়েই অভিযান চলে। দোকানগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।’’

যদিও রেশন ডিলারদের সংগঠনের তরফে নিমাই দাস দাবি করেন, ‘‘যে সামগ্রী আমাদের কাছে আসে, তাইই বিক্রি করা হয়। কোনও অনিয়ম হয় না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

License Cancellation Ration Shop
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE