Advertisement
১৬ এপ্রিল ২০২৪

ছাত্র-মৃত্যুর প্রতিবাদে অবরোধ

ইসলামপুরে গুলিবিদ্ধ হয়ে ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদে শনিবার রাজ্যের নানা প্রান্তের মতো পশ্চিম বর্ধমানেও বিক্ষোভ, মিছিল, অবরোধ কর্মসূচি পালন করল ডিওয়াইএফ, এসএফআই।

দুর্গাপুরে এসএফআই ও ডিওয়াইএফের প্রতিবাদ কর্মসূচিতে। নিজস্ব চিত্র

দুর্গাপুরে এসএফআই ও ডিওয়াইএফের প্রতিবাদ কর্মসূচিতে। নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮ ০১:৪৩
Share: Save:

ইসলামপুরে গুলিবিদ্ধ হয়ে ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদে শনিবার রাজ্যের নানা প্রান্তের মতো পশ্চিম বর্ধমানেও বিক্ষোভ, মিছিল, অবরোধ কর্মসূচি পালন করল ডিওয়াইএফ, এসএফআই।

এ দিন ওই দুই সংগঠন দুর্গাপুরের সিটি সেন্টারে মিছিল করে। জাতীয় সড়কের ধারের একটি শপিং মলের কাছ থেকে শুরু হয়ে মিছিলটি যায় পুরসভা মোড় পর্যন্ত। সেখানেই প্রায় আধ ঘণ্টা ধরে রাস্তা অবরোধ করা হয়। এর জেরে এলাকায় তৈরি হয় যানজট। পুলিশ বাধা দিলে আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তি বাধে। পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৫ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। এর পরে সিপিএম থানায় বিক্ষোভ দেখানোর কথা জানায়। তবে তার আগেই দুপুরে বিক্ষোভকারীদের ছেড়ে দেওয়া হয়। ডিওয়াইএফ নেতা সিদ্ধার্থ বসু বলেন, ‘‘ইসলামপুরে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে পড়ুয়াদের আন্দোলনে গুলি চালানো হয়েছে। ছাত্রমৃত্যুর ঘটনা ঘটেছে। এর বিরুদ্ধে কর্মসূচি নেওয়ায় আমাদের গ্রেফতার করা হয়।’’

এ দিন রানিগঞ্জের সিহারসোল রাজবাড়ি মোড়েও ৬০ নম্বর জাতীয় সড়কে ও জামুড়িয়ার সিনেমা হল মোড় এলাকায় রানিগঞ্জ-জামুড়িয়া রাস্তা আধ ঘণ্টা অবরোধ কর্মসূচি নেয় ওই দুই সংগঠন। একই কর্মসূচি নেওয়া হয় আসানসোলের বিএনআর মোড়েও। এর জেরে আসানসোলে সকাল ১১টা নাগাদ প্রায় ১০ মিনিটের অবরোধে জিটি রোডে যানজট তৈরি হয়। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে। অন্য দিকে এ দিন আসানসোলের হাটনরোড এলাকায় একই বিষয়ে আলাদা ভাবে বিক্ষোভ দেখায় এবিভিপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Islampur Clash Violence Road Block Protest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE