Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সন্ধ্যায় মুম্বইয়ের উড়ান

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি বিমান সংস্থা কেন্দ্রীয় সরকারের ‘উড়ান’ প্রকল্পে মুম্বই রুটে বিমান চালায়।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৯ ০০:৩৫
Share: Save:

আগামী ২৭ অক্টোবর থেকে অণ্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে মুম্বইগামী বিমানের সময়সীমা বদলাচ্ছে। ওই দিন থেকে সকালের বদলে সন্ধ্যায় বিমানটি চলবে। পাশাপাশি, ওই দিন থেকেই চেন্নাই রুটে বিমান চলাচল শুরু হবে। এমনটাই জানিয়েছেন বিমানবন্দরের ডিরেক্টর অপূর্ব শর্মা।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি বিমান সংস্থা কেন্দ্রীয় সরকারের ‘উড়ান’ প্রকল্পে মুম্বই রুটে বিমান চালায়। এখন সেটি সকাল ৭টা ৫০ মিনিটে মুম্বই থেকে ছেড়ে ১০টা ৫-এ অণ্ডালে নামে। পৌনে ১১টা নাগাদ ছেড়ে গিয়ে বিমানটি মুম্বই পৌঁছয় দুপুর ১টা ৫ মিনিটে। আগামী ২৭ অক্টোবর থেকে বিমানটি দুপুর পৌনে ৩টে নাগাদ মুম্বই থেকে ছাড়বে। অণ্ডাল পৌঁছবে বিকেল ৫টায়। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তা অণ্ডাল থেকে ছেড়ে মুম্বই পৌঁছবে রাত সাড়ে ৮ টায়। যাত্রীদের মতে, এর ফলে রাতে গন্তব্যে পৌঁছে সকাল থেকে অন্য কাজ করা যাবে।

ওই বেসরকারি বিমান সংস্থা জানিয়েছে, ওই দিন কেন্দ্রীয় সরকারের ‘উড়ান’ প্রকল্পে চেন্নাই রুটেও বিমান চলাচল শুরু হবে। বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে, বিকেল ৫টে ৩৫ মিনিটে চেন্নাই থেকে ছেড়ে বিমানটি অণ্ডাল পৌঁছবে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট নাগাদ। সেই বিমানটিই রাত ৮টা ২০ মিনিটে ছেড়ে চেন্নাই পৌঁছবে রাত ১০টা ৪০ নাগাদ। প্রতিদিন ১৬৮ আসনের বোয়িং ৭৩৭ বিমান ওই রুটে চলাচল করবে বলে জানিয়েছেন অপূর্ববাবু।

বিমানসংস্থা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। চেন্নাই রুটে বিমান চলাচল শুরু হওয়ায় বিশেষ করে দক্ষিণ ভারতে চিকিৎসা করাতে যাওয়া রোগী ও তাঁদের পরিজনদের সুবিধা হবে বলে মত স্থানীয়দের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Andal Andal Airport
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE