Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Durgapur

গুলি ‘ছিটকে’ পায়ে, মৃত্যু রক্ষীর

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্ক লাগোয়া এটিএম কাউন্টারে টাকা ভরতে এসেছিল দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থা।

ঘটনাস্থল। নিজস্ব চিত্র

ঘটনাস্থল। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ২৫ জুন ২০২০ ০৬:০৫
Share: Save:

নিজের বন্দুক থেকে গুলি ‘ছিটকে’ মৃত্যু হল বেসরকারি সংস্থার এক নিরাপত্তারক্ষীর। বুধবার দুপুর সওয়া ১টা নাগাদ দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি ব্যাঙ্কের শাখার সামনে ঘটনাটি ঘটে। পুলিশ শেখ আলাউদ্দিন (৫৫) নামে পূর্ব বর্ধমানের আউশগ্রামের বাসিন্দা ওই রক্ষীকে উদ্ধার করে গাঁধী মোড়ের একটি বেসরকারি হাসপাতালে পাঠায়। সেখানেই কিছুক্ষণ চিকিৎসা চলার পরে তাঁকে মৃত বলে জানান চিকিৎসকেরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্ক লাগোয়া এটিএম কাউন্টারে টাকা ভরতে এসেছিল দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থা। কর্মীদের সঙ্গে ছিলেন দু’জন রক্ষী। কাউন্টারে টাকা ভরার তোড়জোড় চলছিল। আলাউদ্দিন বারান্দার সিঁড়িতে বসেছিলেন। বন্দুকের মুখ নীচের দিকে রাখা ছিল। আচমকা ওই বন্দুক থেকে কোনও কারণে গুলি ছিটকে লাগে আলাউদ্দিনের বাঁ পায়ের উপরের অংশে। শব্দ শুনে ব্যাঙ্ককর্মীরা ও আশপাশের লোকজন ছুটে আসেন। তাঁরা দেখেন, মেঝেতে পড়ে কাতরাচ্ছেন আলাউদ্দিন। রক্তক্ষরণ হচ্ছে। পাশেই পড়ে রয়েছে তাঁর সঙ্গে থাকা ‘ডবল ব্যারেল রাইফেল’টি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে অনেকে ভেবেছিলেন, অন্য কেউ গুলি চালিয়েছে। তবে প্রাথমিক ভাবে কিছুক্ষণের মধ্যেই তাঁরা নিশ্চিত হন, নিজের বন্দুকের গুলি ছিটকেই এই ঘটনা।

বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘক্ষণ রক্তক্ষরণের জেরে কাহিল হয়ে পড়েন আলাউদ্দিন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় আনা হয় হাসপাতালে। চিকিৎসা শুরু হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের জেরে সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান। পুলিশ জানায়, প্রাথমিক ভাবে মনে হচ্ছে, অসাবধানতাবশত বন্দুকের গুলি ছিটকে গিয়ে এই ঘটনা ঘটেছে। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Durgapur Security Guard
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE