Advertisement
১৮ এপ্রিল ২০২৪

কারখানায় চোর তাড়াতে চলল গুলি, জখম রক্ষীই

চোর তাড়াতে গিয়ে জখম হলেন বন্ধ বেসরকারি কারখানার এক নিরাপত্তারক্ষী। পুলিশ সূত্রে জানা যায়, এক নিরাপত্তারক্ষীর ছোড়া গুলিতেই জখম হয়েছেন ওই রক্ষী।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৮ ০৭:২০
Share: Save:

চোর তাড়াতে গিয়ে জখম হলেন বন্ধ বেসরকারি কারখানার এক নিরাপত্তারক্ষী। পুলিশ সূত্রে জানা যায়, এক নিরাপত্তারক্ষীর ছোড়া গুলিতেই জখম হয়েছেন ওই রক্ষী। যদিও কারখানা কর্তৃপক্ষ গুলি চলার মানতে চাননি। তাঁদের দাবি, দুষ্কৃতীদের ধাওয়া করার সময়ে পড়ে গিয়ে জখম হয়েছেন সঞ্জীব সিংহ নামে ওই রক্ষী। তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার দ্য গল অ্যাভিনিউয়ে রয়েছে বন্ধ ওই ইস্পাত কারখানাটি। কারখানা ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেখানে মাঝে-মাঝেই দুষ্কৃতীরা হানা দেয়। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ কারখানায় এক দল দুষ্কৃতী লুটপাট চালাতে আসে। কারখানাটিতে লাঠিধারী এবং বন্দুকধারী, দুই ধরনের রক্ষী আছেন। তাঁদের একাংশের বক্তব্য অনুযায়ী, দুষ্কৃতীদের দেখতে পেয়ে লাঠিধারী রক্ষীদের কয়েকজন তেড়ে যান। সেই সময়ে পিছন থেকে এক রক্ষী একনলা বন্দুক থেকে গুলি ছোড়েন। সেই গুলি গিয়ে লাগে সঞ্জীবের বাঁ হাতে কনুইয়ের কাছে। গুলির শব্দ শুনে চোরেরা পালিয়ে যায়।

সঞ্জীবকে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অস্ত্রোপচারও করা হয়। এক রক্ষীর অভিযোগ, ‘‘চোরেদের তাড়া করার সময় সঞ্জীব কিছুটা এগিয়ে যান। তখন পিছন থেকে গুলি চালান আর এক জন। যিনি গুলি ছোড়েন, তাঁর বন্দুক চালানোর অভিজ্ঞতা নেই। তাই গুলি লক্ষভ্রষ্ট হয়। আরও বড় বিপদ ঘটে যেতে পারত।’’

কারখানায় মাঝে-মাঝে দুষ্কৃতী-হানার কথা স্বীকার করলেও এ দিন গুলি চলার কথা মানতে চাননি কারখানার এক আধিকারিক। তাঁর দাবি, দুষ্কৃতীদের তাড়া করার সময় উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে চোট পান সঞ্জীব।

পুলিশ অবশ্য জানায়, বন্দুকধারী রক্ষী গুলি চালাননি। এক জন লাঠিধারী রক্ষী বন্দুক থেকে গুলি চালিয়ে দেন বলে তদন্তে জানা গিয়েছে। ডিসি (পূর্ব) অভিষেক মোদী জানান, যিনি গুলি চালিয়েছেন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Injury Security Guard Firing
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE