Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ভোটের টুকিটাকি

ভোটের প্রস্তুতি নিয়ে কর্মিসভা করল তৃণমূল। রবিবার কালনা শহরের পুরশ্রী মঞ্চে ওই সভায় হাজির ছিলেন দলের জেলা সভাপতি (গ্রামীণ) স্বপন দেবনাথ, জেলা সভাধিপতি দেবু টুডু, কালনা ২ ব্লকের সভাপতি প্রণব রায়, কালনা বিধানসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ কুণ্ডু-সহ বেশ কিছু নেতা।

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৬ ০০:৪৯
Share: Save:

জোট বেঁধে প্রচারে জোর

ভোটের প্রস্তুতি নিয়ে কর্মিসভা করল তৃণমূল। রবিবার কালনা শহরের পুরশ্রী মঞ্চে ওই সভায় হাজির ছিলেন দলের জেলা সভাপতি (গ্রামীণ) স্বপন দেবনাথ, জেলা সভাধিপতি দেবু টুডু, কালনা ২ ব্লকের সভাপতি প্রণব রায়, কালনা বিধানসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ কুণ্ডু-সহ বেশ কিছু নেতা। সরাসরি না বললেও ঘুরিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে নেতা-কর্মীদের সতর্ক করেন স্বপনবাবু। তিনি জানান, আলাদা ভাবে নয়, সঙ্ঘবদ্ধ ভাবে প্রচার করতে হবে। গত পাঁচ বছরে পঞ্চায়েত স্তরের উন্নয়নের খতিয়ান নিয়ে কাজে নামারও নির্দেশ দেন তিনি। সঙ্গে সুপার স্পেশালিটি হাসপাতাল, ন্যায্য মূল্যে ওষুধের দোকান, ডিগ্রি কলেজের মতো বিষয়গুলি ফ্লেক্সের মাধ্যমে প্রচার করার কথাও জানান। দেবু টুডুও প্রত্যেক কর্মীকে দায়িত্ব নেওয়ার কথা বলেন।

বাড়ি বাড়ি ঘুরে প্রচার

এপ্রিলের গোড়াতেই পূর্বস্থলী উত্তর কেন্দ্রে প্রথম দফার প্রচার শেষ করার পরিকল্পনা নিল সিপিএম। দলীয় সূত্রে জানা গিয়েছে, এই বিধানসভা এলাকার ১৭টি পঞ্চায়েতে প্রথম দফায় বাড়ি বাড়ি প্রচারে জোর দেওয়া হয়েছে। বেশ কিছু পথসভা এবং মিছিলও করা হবে। নেতাদের দাবি, প্রথম দফায় কর্মীদের গ্রামীণ এলাকায় গিয়ে নির্দিষ্ট এলাকা ভাগ করে নিয়ে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কিছু পঞ্চায়েত এলাকায় কাজ শেষও হয়ে গিয়েছে। পূর্বস্থলী জোনাল কমিটির সম্পাদক সুব্রত ভাওয়াল জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার পরে জনসভা করার কথা ভাবা হবে। ততদিন বাড়ি বাড়ি প্রচার চলবে।

সব্জি দিয়ে প্রতীক

রং, তুলি, কাগজ দিয়ে দেওয়াল জুড়ে প্রচার তো হামেশাই হয়। এ বার প্রচারে অভিনবত্ব আনতে নানা ধরনের সব্জি দিয়ে দলীয় প্রতীক তৈরি করলেন এক তৃণমূল কর্মী। কুসুমগ্রামের বেলেজুড়ি গ্রামের সাগর শেষ নামে এক তৃণমূল কর্মী প্রায় ৫ কেজি সব্জি দিয়ে ওই প্রতীক তৈরি করেছেন। আলু, বেগুন, গাজর, লঙ্কা, রসুন দিয়ে দলের প্রতীক ফুটিয়ে তুলেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

short stories assembly polls
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE