Advertisement
২০ এপ্রিল ২০২৪
TMC

তৃণমূল কার্যালয়ে বৈঠক, মিলল সমাধান

অচলাবস্থা কাটল রাষ্ট্রায়ত্ত কয়লা উত্তোলক সংস্থা বিসিসিএল-এর দামাগড়িয়া খনিতে।পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্বের মধ্যস্থতায় রবিবার বিকেলে খনি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে অবস্থান-বিক্ষোভ প্রত্যাহার করে নেন জমিদাতারা। কাজ শুরু হওয়ায় খুশি বিসিসিএল কর্তৃপক্ষ।

 বড়িরা এ খোলামুখ খনি। সোমবার । নিজস্ব চিত্র

বড়িরা এ খোলামুখ খনি। সোমবার । নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কুলটি শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২০ ০৪:১২
Share: Save:

অচলাবস্থা কাটল রাষ্ট্রায়ত্ত কয়লা উত্তোলক সংস্থা বিসিসিএল-এর দামাগড়িয়া খনিতে। সোমবার সকাল থেকে খনির স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্বের মধ্যস্থতায় রবিবার বিকেলে খনি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে অবস্থান-বিক্ষোভ প্রত্যাহার করে নেন জমিদাতারা। কাজ শুরু হওয়ায় খুশি বিসিসিএল কর্তৃপক্ষ।

খনি কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, নিয়োগপত্র সংক্রান্ত জটিলতা নেই এমন বিষয়গুলি আগামী ১৫ দিনের মধ্যে মেটানো হবে। কিছু ক্ষেত্রে জটিলতা রয়েছে। সেগুলি এক মাসের মধ্যে, মেটানো হবে। তৃণমূলের জেলা সহ-সভাপতি মহেশ্বর মুখোপাধ্যায় অবশ্য বলেন, ‘‘এক মাসের মধ্যে জমিদাতাদের সব সমস্যা না মেটানো হলে ফের আন্দোলন হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC BCCL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE