Advertisement
১৯ এপ্রিল ২০২৪

৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের প্রতিবাদ শহরে

বৃদ্ধার এখনও রক্তক্ষরণ হচ্ছে। ঠিকঠাক চিকিৎসা হচ্ছে না। তাঁকে কলকাতায় স্থানান্তরের দাবি তোলেন তাঁরা। যদিও ঠিকমতো চিকিৎসা না হওয়ার কথা মানেননি হাসপাতাল কর্তৃপক্ষ। এ দিন সকালে এই ঘটনার প্রতিবাদে স্টেশন চত্বরে প্রতিবাদ কর্মসূচি পালন করেন কিছু ছাত্রছাত্রী। পোস্টার হাতে তাঁরা স্টেশন থেকে নানা রাস্তা পরিক্রমা করেন।

বর্ধমানে মিছিল। নিজস্ব চিত্র

বর্ধমানে মিছিল। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮ ০১:১২
Share: Save:

স্টেশন চত্বরে নির্যাতিতা বৃদ্ধার সঙ্গে রবিবার দেখা করল ‘সেভ ডেমোক্রেসি’র একটি প্রতিনিধি দল। এ দিন বিকেলে সংগঠনের সম্পাদক চঞ্চল চক্রবর্তীর নেতৃত্বে ছয় সদস্যের দলটি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছয়। তাঁরা ওই বৃদ্ধার সঙ্গে কথা বলেন। শুক্রবার ভোরে বর্ধমান স্টেশনের কাছে শুয়ে থাকার সময়ে চা খাওয়ানোর নাম করে ডেকে নিয়ে গিয়ে বছর সত্তরের ওই বৃদ্ধাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ডাক্তারি রিপোর্ট পেয়ে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে।

প্রতিনিধি দলের সদস্য মিতা চক্রবর্তী অভিযোগ করেন, বৃদ্ধার এখনও রক্তক্ষরণ হচ্ছে। ঠিকঠাক চিকিৎসা হচ্ছে না। তাঁকে কলকাতায় স্থানান্তরের দাবি তোলেন তাঁরা। যদিও ঠিকমতো চিকিৎসা না হওয়ার কথা মানেননি হাসপাতাল কর্তৃপক্ষ। এ দিন প্রতিনিধি দলটি ও সংবাদমাধ্যমের কিছু কর্মী অনুমতি ছাড়াই ঢুকে পড়েন বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের। ভিতরে ঢুকে ছবি তোলার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।

হাসপাতাল থেকে প্রতিনিধি দলটি বর্ধমান থানা এবং জিআরপি থানাতেও যায়। রেলপুলিশের রাতপাহারা নিয়ে প্রশ্ন তোলে তারা। এ দিন সকালে এই ঘটনার প্রতিবাদে স্টেশন চত্বরে প্রতিবাদ কর্মসূচি পালন করেন কিছু ছাত্রছাত্রী। পোস্টার হাতে তাঁরা স্টেশন থেকে নানা রাস্তা পরিক্রমা করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rape Protest Students
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE