Advertisement
২০ এপ্রিল ২০২৪

দুর্নীতি নয়, দাবি স্বপনের

হাতে বছরখানেক সময় থাকলেও এখন থেকেই পঞ্চায়েত নির্বাচনের জন্য দলীয় কর্মীদের মাঠে নেমে পড়ার নির্দেশ দিলেন তৃণমূলের জেলা সভাপতি (গ্রামীণ) স্বপন দেবনাথ। দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ এলে পঞ্চায়েত ভোটের টিকিট জুটবে না বলেও কর্মীদের সতর্ক করেন তিনি।

পানুহাটে সম্মেলন। নিজস্ব চিত্র

পানুহাটে সম্মেলন। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কাটোয়া শেষ আপডেট: ০১ মার্চ ২০১৭ ০০:০৯
Share: Save:

হাতে বছরখানেক সময় থাকলেও এখন থেকেই পঞ্চায়েত নির্বাচনের জন্য দলীয় কর্মীদের মাঠে নেমে পড়ার নির্দেশ দিলেন তৃণমূলের জেলা সভাপতি (গ্রামীণ) স্বপন দেবনাথ। দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ এলে পঞ্চায়েত ভোটের টিকিট জুটবে না বলেও কর্মীদের সতর্ক করেন তিনি।

দলীয় সূত্রে খবর, মঙ্গলবার পানুহাটের লুমলেস ময়দানে কাটোয়া ১ পঞ্চায়েত সমিতির বৈঠক করেন স্বপনবাবু। বিকেলে মাখালতোড় উচ্চবিদ্যালয়ের মাঠে কাটোয়া ২ পঞ্চায়েত সমিতির কর্মী-সমর্থকদের নিয়ে বৈঠক করেন তৃণমূলের জেলা সভাপতি। হাজির ছিলেন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সাংসদ সুনীল মণ্ডল, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মণ্ডল আজিজুল। কাটোয়া ১ পঞ্চায়েত সমিতির ৯টি অঞ্চলের ১৫৪টি বুথ ও কাটোয়া ২ ব্লকের ৯টি অঞ্চলের ১২৫টি বুথের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে যুক্ত দলের নেতারা কী কী করছেন সব লক্ষ্য রাখছি। শুধু দলীয় কার্যালয়ে গেলেই হবে না। মানুষের কাছে গিয়ে তাঁদের সমস্যার কথা শুনতে হবে।’’ শুধু নিজের আখের গোছালে নির্বাচনের টিকিট মিলবে না বলেও জানান তিনি। জনগণকে সরকারি বিভিন্ন প্রকল্প সম্পর্কে বার্তা দেওয়ার বিষয়ে দলের কর্মীদের সক্রিয় হওয়াও নির্দেশও দেন তিনি। দলের কর্মীদের বিরুদ্ধে প্রায়ই গোষ্ঠী কোন্দল ও দুর্নীতির অভিযোগ ওঠায় ভোটের আগেভাগেই তৃণমূলের জেলা সভাপতি প্রার্থী নিয়ে এ ভাবে সতর্ক করে দিলেন বলে দাবি তৃণমূলেরই একটি সূত্রের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Swapan Debnath TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE