Advertisement
২০ এপ্রিল ২০২৪

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ফল প্রকাশ নিয়ে সংশয় কাটছেই না

দ্বিতীয় সেমেস্টারে প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী রয়েছে। সোমবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৬৪টি স্নাতক স্তরের কলেজের মধ্যে ২৫-২৬টি কলেজের অনেক পড়ুয়ার হাতেই অ্যাডমিট কার্ড পৌঁছয়নি। তবে বিশ্ববিদ্যালয়ের হস্তক্ষেপে পরীক্ষায় বসতে পেরেছেন তাঁরা। পরীক্ষা হলেও ফল বেরনোর নিশ্চয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরীক্ষার্থীরা।

রেজাল্ট নিয়ে সংশয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে।

রেজাল্ট নিয়ে সংশয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ১১ জুলাই ২০১৮ ০৮:০০
Share: Save:

পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। অথচ অ্যাডমিট কার্ড পৌঁছয়নি। ফলে কালনা কলেজের মতো অনেক কলেজের পড়ুয়ারাই মঙ্গলবার স্নাতকস্তরের দ্বিতীয় সেমেস্টার দিলেন অ্যাডমিট কার্ড ছাড়া। এমনকি, প্রথম সেমেস্টারের ফলও জানতে পারেননি তাঁরা।

আবার রাজ্যের বেশির ভাগ বিশ্ববিদ্যালয় পার্ট ৩ পরীক্ষার ফল প্রকাশ করে দিলেও বর্ধমান পরীক্ষা নিয়ামক দফতর বলতেই পারছে না, ওই পরীক্ষার ফল প্রকাশ কবে হবে। সঙ্গে স্নাতক স্তরেরই পার্ট ২ পরীক্ষার ‘রিভিউ’য়ের ফলও এখনও বের করতে পারেনি বর্ধমান বিশ্ববিদ্যালয়।

এ বছর থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয় মিশ্র পাঠ চালু হয়েছে। দ্বিতীয় সেমেস্টারে প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী রয়েছে। সোমবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৬৪টি স্নাতক স্তরের কলেজের মধ্যে ২৫-২৬টি কলেজের অনেক পড়ুয়ার হাতেই অ্যাডমিট কার্ড পৌঁছয়নি। এ দিন অনেকে কলেজের পড়ুয়া অ্যাডমিট কার্ড না পাওয়ায় ক্ষোভও দেখান। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কালনা কলেজের প্রায় ১০০ জন পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পাননি। বেশির ভাগই ভূগোল অনার্সের পড়ুয়া। তবে বিশ্ববিদ্যালয়ের হস্তক্ষেপে পরীক্ষায় বসতে পেরেছেন তাঁরা। কালনা কলেজ কর্তৃপক্ষের দাবি, পরবর্তী পরীক্ষায় প্রয়োজন হলে তাঁরা হলে গিয়ে অ্যাডমিট কার্ড দিয়ে আসবেন।

তবে পরীক্ষা হলেও ফল বেরনোর নিশ্চয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরীক্ষার্থীরা। তাঁদের একাংশের দাবি, গত জানুয়ারিতে প্রথম সেমেস্টার শেষ হয়েছে। ৪৫ দিনের মধ্যে ফল বের করে ছ’মাসের মধ্যে দ্বিতীয় সেমেস্টার হওয়ার কথা। কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার থেকে দ্বিতীয় সেমেস্টার শুরু হলেও প্রথম সেমেস্টারের ফল বের হয়নি। কবে বেরোবে তারও আন্দাজ দিতে পারছে না পরীক্ষা নিয়ামক দফতর। সেখানকার এক কর্তার দাবি, “প্রথম সেমেস্টাররের ফলের উপর তো দ্বিতীয় সেমেস্টারের পাশ-ফেল নির্ভর করছে না!” পড়ুয়াদের প্রশ্ন, তা বলে ফল জানার অধিকার থাকবে না? পরীক্ষা নিয়ামক আনন্দজ্যোতি পালের আশ্বাস, “যত তাড়াতাড়ি সম্ভব ফল বের করার চেষ্টা করছি।’’

স্নাতক স্তরের পুরনো পদ্ধতি অনুযায়ী পার্ট ১ পরীক্ষার সময়সূচী দেওয়া হয়ে গিয়েছে। পার্ট ২ অনার্সের পরীক্ষায় বসবেন প্রায় সাড়ে ৯ হাজার, আর পাস কোর্সে বসবেন প্রায় ২৫ হাজার পড়ুয়া। এদের একটা বড় অংশ রিভিউ করতে দিয়েছে গত মার্চে। এখনও তার ফল বেরোয়নি। ওই সব পড়ুয়াদের দাবি, “৯ মাস পরে ফল প্রকাশ হয়। সেখানে মাত্র ১৭.৩৯ শতাংশ পড়ুয়া পাশ করেন। আমরা রিভিউ করতে দিয়েছি। তারও তিন মাস কেটে গেল। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বারো মাসে বছর হয় না!” পরীক্ষা নিয়ামক দফতর সূত্রে জানা গিয়েছে, এ সপ্তাহের মধ্যেই রিভিউয়ের ফল প্রকাশ হয়ে যাবে। তারপরেই পার্ট ২ পরীক্ষার সূচী ওয়েবসাইটে দেওয়া হবে।

পার্ট ৩ পরীক্ষার ফল প্রকাশ হয়নি বলেও পড়ুয়াদের মধ্যে ক্ষোভ রয়েছে। তাঁদের দাবি, সব বিশ্ববিদ্যালয়ে ফল বেরিয়েছে। এখন ফল না বেরোলে অন্যত্র আবেদন করার সুযোগ পাবেন না তাঁরা। কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফর্ম পূরণ ও কাউন্সেলিং করা হয়ে গিয়েছে।

পরীক্ষা নিয়ামকের একই উত্তর, ‘‘চেষ্টা করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE