Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সাত মাস পরে পার্ট ১-এর ফল

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, স্নাতকস্তরের কলা বিভাগে অনার্সের পরীক্ষা দিয়েছিলেন ৮০৩৩ জন। পাশ করেছে ২৭৮৩ জন (৩৪.৬৪%)। পাস কোর্সে পাস করেছেন মাত্র ১৫ শতাংশ পড়ুয়া। পরীক্ষা দিয়েছিল ১৬১৯৯ জন, উত্তীর্ণ হয়েছে ২৪২৬ জন।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৪৬
Share: Save:

বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৭৫ দিনের মধ্যে ফল বেরনো উচিত। সেখানে পুরনো সিলেবাসে স্নাতক স্তরের (১+১+১) পার্ট ১-এর ফল বেরোল সাত মাস পরে। সোমবার কলা ও বিজ্ঞান বিভাগের অনার্স ও পাস কোর্সের ফল বেরিয়েছে। গত বুধবার বাণিজ্য বিভাগের ফল প্রকাশ করেছে পরীক্ষা নিয়ামক দফতর।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, স্নাতকস্তরের কলা বিভাগে অনার্সের পরীক্ষা দিয়েছিলেন ৮০৩৩ জন। পাশ করেছে ২৭৮৩ জন (৩৪.৬৪%)। পাস কোর্সে পাস করেছেন মাত্র ১৫ শতাংশ পড়ুয়া। পরীক্ষা দিয়েছিল ১৬১৯৯ জন, উত্তীর্ণ হয়েছে ২৪২৬ জন। বিজ্ঞান বিভাগে অনার্সে ৫০ শতাংশের বেশি পড়ুয়া উত্তীর্ণ হয়েছেন। ২৮৯২ জনের মধ্যে ১৪৫৮ জন পাশ করেছেন। পাস কোর্সে ৮৮৯ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৮০ জন। শতাংশের হিসেবে প্রায় ৪৬।

স্নাতক স্তরের অনার্সের এই পরীক্ষা শেষ হয়েছিল গত বছর ২৮ জুলাই। আর পাশ কোর্সের পরীক্ষা শেষ হয় ৭ অগস্ট। সেই হিসেবে, সাত মাস পরে পরীক্ষার ফল বেরোল। অন্য দিকে, পুরনো সিলেবাসে পার্ট ২ পরীক্ষার অনার্স ও পাস কোর্সের পরীক্ষা শেষ হয়েছিল ১১ অগস্ট ও ৭ সেপ্টেম্বর। পরীক্ষা নিয়ামক দফতর সূত্রে জানা যায়, ওই পরীক্ষার ফল এ মাসের মধ্যেই বের করার চেষ্টা চলছে। সেখানকার এক কর্তা বলেন, ‘‘চলতি মাসের মধ্যে ফল বের করতেই হবে। তার পরে পার্ট ৩-এর জন্য উত্তীর্ণেরা ফর্ম পূরণ করবেন। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে পার্ট ৩ পরীক্ষা শুরু হয়ে যাবে।’’

এ দিনই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের তরফে পরীক্ষা নিয়ামক দফতরে চিঠি দিয়ে এক সপ্তাহের মধ্যে পার্ট ২-এর ফল প্রকাশের দাবি জানানো হয়েছে। এ ছাড়াও পার্ট ৩-এর পরীক্ষা পিছিয়ে এপ্রিলে করা এবং তৃতীয় বর্ষের চূড়ান্ত ফলাফল ঠিক সময়ে ও ত্রুটিহীন ভাবে প্রকাশের দাবি জানানো হয়েছে। যদিও বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রে জানা যায়, লোকসভা ভোটের জন্য তিন সপ্তাহ পরীক্ষা এগিয়ে আনছেন কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

The University of Burdwan Graduation result
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE