Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ঠিকাকর্মী নিয়োগে কোন্দল তৃণমূলে

কিছু দিন আগে মন্ত্রীর সামনেই কাজের দাবিতে তৃণমূলের দু’টি গোষ্ঠী বিবাদে জড়িয়ে পড়ে। দুর্গাপুর স্টেট ডায়েরিতে কর্মী নিয়োগের দাবিতে রবিবার ফের তৃণমূলের প্রাক্তন ও বর্তমান ব্লক সভাপতির অনুগামীদের মধ্যে হাতাহাতি বাধল।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ০১:২৬
Share: Save:

কিছু দিন আগে মন্ত্রীর সামনেই কাজের দাবিতে তৃণমূলের দু’টি গোষ্ঠী বিবাদে জড়িয়ে পড়ে। দুর্গাপুর স্টেট ডায়েরিতে কর্মী নিয়োগের দাবিতে রবিবার ফের তৃণমূলের প্রাক্তন ও বর্তমান ব্লক সভাপতির অনুগামীদের মধ্যে হাতাহাতি বাধল।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর ৩-এর প্রাক্তন ব্লক সভাপতি সুনীল চট্টোপাধ্যায়ের অনুগামীরা ডেয়ারিতে আগে থেকেই কাজ করছেন। অভিযোগ, এ দিন বর্তমান ব্লক সভাপতি ভীম মণ্ডলের অনুগামীরা কাজে নিয়োগের দাবি করেন। আর তা নিয়েই দু’পক্ষের মধ্যে গোলমাল বাধে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে রবিবার রাত পর্যন্ত কোনও পক্ষই পুলিশে অভিযোগ দায়ের করেনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন বন্ধ পড়ে থাকা ডেয়ারিটি চালু করার জন্য রাজ্য সরকার প্রায় সাড়ে ৭ কোটি টাকায় নতুন যন্ত্রপাতি কিনেছে। সম্প্রতি মন্ত্রী স্বপন দেবনাথ ডেয়ারি পরিদর্শনে এসে জানান, ১৫ মার্চের মধ্যে আইসক্রিম উৎপাদন শুরু করার চেষ্টা চলছে। সেদিন মন্ত্রীর সামনেই তৃণমূলের দু’টি গোষ্ঠী কাজের দাবিতে বিবাদে জড়িয়ে পড়ে। সমস্যা শান্তিপূর্ণ ভাবে মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন মন্ত্রী।

এ দিন সুনীলবাবু ও ভীমবাবু- দু’জনেই অবশ্য বলেছেন, ‘‘ডেয়ারি চালু করাই একমাত্র লক্ষ্য। তার আগে কোনও বিশৃঙ্খলা উচিত নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Scuffles Temporary Workers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE