Advertisement
১৯ এপ্রিল ২০২৪

জোড়া দুর্ঘটনা, জখম ৩০ যাত্রী

এলাকাবাসীর দাবি, ট্রেলারের চালক ও খালাসি ঘুমিয়ে পড়াতেই বিপত্তি ঘটে। পুলিশ জানায়, ওই দু’জনের খোঁজে তল্লাশি চলছে।

এই বাসের সঙ্গেই সংঘর্ষ হয় ট্রেলারের। জামুড়িয়ায়। নিজস্ব চিত্র

এই বাসের সঙ্গেই সংঘর্ষ হয় ট্রেলারের। জামুড়িয়ায়। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
আসানসোল ও জামুড়িয়া শেষ আপডেট: ২১ জুন ২০১৮ ০০:৪৯
Share: Save:

দু’টি পৃথক দুর্ঘটনায় একই দিনে জেলায় জখম হলেন প্রায় তিরিশ জন বাসযাত্রী। বুধবার ভোরে প্রথম দুর্ঘটনাটি ঘটে জামুড়িয়ার সাতগ্রাম ফাটক এলাকায়, ২ নম্বর জাতীয় সড়কে। এ দিনই সকালে সালানপুরের রূপনারায়ণপুরের নিউমার্কেট লাগোয়া এলাকায় অন্য আরও একটি বাস দুর্ঘটনাগ্রস্ত হয়। দু’টি দুর্ঘটনাই ঘটেছে বেশ কিছু অনিয়মের জেরে বলেই জানান এলাকাবাসী ও পুলিশকর্মীরা।

পুলিশ জানায়, এ দিন ভোর ৪টের সময়ে একটি খালি ট্রেলার আসানসোলের দিকে যাওয়ার সময়ে ফাটক এলাকায় নিয়ন্ত্রণ হারায়। ডিভাইডার টপকে তা ঢুকে পড়ে উল্টো দিকের রাস্তায়। সেই সময় রাঁচী থেকে কলকাতাগামী অন্য একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রেলারটির। বাসের যাত্রী মেহবুব শেখ, অশোককুমার গোয়েঙ্কারা বলেন, ‘‘ভোর সবাই ঘুমোচ্ছিলাম। আচমকা তীব্র ঝাঁকুনি। বুঝতে পারি, বাস উল্টে গিয়েছে রাস্তার ডিভাইডারের উপরে।’’

দুর্ঘটনার খবর চাউর হতেই বাসিন্দারা যাত্রীদের উদ্ধারকাজ শুরু করেন। আসে পুলিশও। পুলিশ জানায়, মোট ২৬ জনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে পাঁচ জন সেখানেই চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।

এলাকাবাসীর দাবি, ট্রেলারের চালক ও খালাসি ঘুমিয়ে পড়াতেই বিপত্তি ঘটে। পুলিশ জানায়, ওই দু’জনের খোঁজে তল্লাশি চলছে।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা ঘটে রূপনারায়ণপুরে। পুলিশ জানায়, সকাল পৌনে ৮টা নাগাদ চিত্তরঞ্জন থেকে আসানসোলের দিকে যাচ্ছিল একটি মিনিবাস। দ্রুত গতিতে রূপনারায়ণপুর কেবলসের নিউমার্কেট লাগোয়া সেতুর উপর দিয়ে যাওয়ার সময়ে বাসটির সামনে আচমকা একটি গরু চলে আসে। গতি নিয়ন্ত্রণ করতে গিয়ে সজোরে ব্রেক কষেন চালক। আর তার পরেই বাসটি উল্টে যায়। প্রচণ্ড শব্দ শুনে বাসিন্দারা ঘটনাস্থলে এসে যাত্রী, চালক ও খালাসি-সহ মোট ছ’জনকে উদ্ধার করে পিঠাইকেয়ারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাঁদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।

তবে এই ঘটনার পরে এলাকায় খাটাল থাকা নিয়ে আপত্তি জানিয়েছেন এলাকাবাসীর একাংশ। বেশ কয়েক জন চালকের অভিজ্ঞতা, প্রায়ই গাড়ির সামনে গবাদি পশু চলে আসায় বিপদ বাড়ছে। এ দিন, বাসটি কোনও ভাবে সেতু থেকে পড়ে গেলে দুর্ঘটনা আরও মারাত্মক হতে পারত।

খাটালগুলি নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানিয়েছেন বাসিন্দারা। আবেদন বিবেচনায় আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন। রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ জানায়, বাসটিকে আটক করে থানায় আনা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bus Accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE