Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Crime

কাকিমাকে ‘খুন’, অভিযুক্ত দু’জন

ঘটনার কথা চাউর হতেই চলে আসেন এলাকাবাসী। তাঁরা বছর সূরযকে পাকড়াও করেন।

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কুলটি শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২০ ০২:১৯
Share: Save:

পারিবারিক বিবাদের জেরে কাকিমাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে দুই ভাসুরপোর বিরুদ্ধে। শুক্রবার রাতে পশ্চিম বর্ধমানের কুলটি থানার কেন্দুয়া বাজারে নিচুগ্রাম নেহরু পার্ক লাগোয়া এলাকার ঘটনা। নিহতের নাম রিতা সাউ (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিচুগ্রামে পাশাপাশি বাড়িতে সপরিবার থাকেন বিনোদ সাউ ও বীরেন্দ্র সাউ নামে দুই ভাই। তদন্তে নেমে পুলিশ জেনেছে, দীর্ঘদিন ধরে দু’পরিবারের মধ্যে নানা কারণে অশান্তি রয়েছে। শুক্রবার সকাল থেকে ফের অশান্তি শুরু হয়। পরিস্থিতি চরমে ওঠে সন্ধ্যার পরে। বিনোদ ও বীরেন্দ্রর বড় দাদা সুরেন্দ্র সাউ পুলিশকে জানান, রাত ৮টা নাগাদ আচমকা বিনোদবাবুর দুই ছেলে সূরয ও দীপক রড, ভোজালি হাতে পাঁচিল টপকে বীরেন্দ্রবাবুর বাড়িতে ঢুকে পড়ে। অভিযোগ, বীরেন্দ্রবাবুর স্ত্রী রিতাদেবীকে সামনে পেয়ে পরপর তাঁর মাথায় ও গলায় ভোজালির কোপ মারা হয়। রিতাদেবীর আর্তনাদ শুনে বাড়ির কয়েকজন ছুটে এলে তাঁদেরও এলোপাথাড়ি ভোজালির কোপ মারা হয় বলে অভিযোগ।

ঘটনার কথা চাউর হতেই চলে আসেন এলাকাবাসী। তাঁরা বছর সূরযকে পাকড়াও করেন। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে। তদন্তকারীরা জানান, দীপক পলাতক। তল্লাশি চলছে। শনিবার এলাকায় গিয়ে দেখা গিয়েছে, পরিস্থিতি থমথমে। অভিযুক্তদের বাড়ি তালাবন্ধ। বীরেন্দ্রবাবুর বাড়ির উঠোনে বসে রয়েছেন নিহতের আত্মীয়েরা। অভিযুক্ত দুই যুবকের শাস্তির দাবি করেছেন আত্মীয় ও পড়শিরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর প্রেমনাথ সাউ। তিনিও পুলিশকে দ্রুত আইনি পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন।

পুলিশ জানায়, দেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না-তদন্ত করানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Murder
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE