Advertisement
১৬ এপ্রিল ২০২৪

রেল লাইন পারাপারে অনিয়ম, ধৃত ২০

সম্প্রতি অমৃতসরের ঘটনাকে কেন্দ্র করে রেলের আসানসোল ডিভিশন কর্তৃপক্ষও লাইন পারাপারের বিষয়ে বাড়তি সতর্কতা নিয়েছেন।

বেপরোয়া: ঝুঁকি নিয়ে এ ভাবেই ট্রেন থেকে নেমে লাইন পারাপার করেন যাত্রীদের একাংশ। শুক্রবার আসানসোল স্টেশনে। ছবি: পাপন চৌধুরী

বেপরোয়া: ঝুঁকি নিয়ে এ ভাবেই ট্রেন থেকে নেমে লাইন পারাপার করেন যাত্রীদের একাংশ। শুক্রবার আসানসোল স্টেশনে। ছবি: পাপন চৌধুরী

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৮ ০৩:৪৫
Share: Save:

স্টেশনের ফুট ওভারব্রিজ ব্যবহার না করে লাইন পারাপারের অভিযোগে বৃহস্পতি ও শুক্রবারে প্রায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানাল আরপিএফ (আসানসোল)। আরও প্রায় ১৪ জনকে অবস্থার বিচারে ক্ষমা চাইয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ধারাবাহিক ভাবে এই অভিযান চালানো হবে বলে রেল জানিয়েছে।

সম্প্রতি অমৃতসরের ঘটনাকে কেন্দ্র করে রেলের আসানসোল ডিভিশন কর্তৃপক্ষও লাইন পারাপারের বিষয়ে বাড়তি সতর্কতা নিয়েছেন। বৃহস্পতিবার থেকে ডিভিশনের প্রতিটি রেল স্টেশনে আরপিএফের একটি বিশেষ দল অভিযান চালাচ্ছে। সেই সময়েই অনিয়ম নজরে পড়ে। আরপিএফ ইনস্পেক্টর ডিকে পান্ডে জানান, সাধারণত, ট্রেন চলে যাওয়ার পরেই যাত্রীরা ফুট ওভারব্রিজ ব্যবহার না করে লাইন পেরিয়ে প্ল্যাটফর্ম পরিবর্তন করেন। অনেক সময় নির্দিষ্ট প্ল্যাটফর্মে না দাঁড়িয়ে যাত্রীরা ভিড় এড়াতে প্ল্যাটফর্মের অন্য প্রান্তে লাইনে দাঁড়িয়ে ট্রেনে চাপেন। কিন্তু এই সময়ে অন্য লাইন দিয়ে ট্রেন যাওয়া আসা করছে কি না, তা যাত্রীরা খেয়াল করেন না। ফলে দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিয়ে যাত্রী সচেতনতা বৃদ্ধি, ফুট ওভারব্রিজ ব্যবহারের জন্য ঘোষণাও করা হচ্ছে বলে জানিয়েছেন আসানসোল ডিভিশনের সিনিয়র সিকিওরিটি কমিশনার অচ্যুতানন্দ ঝা। রেল সূত্রে জানা যায়, ফুট ওভারব্রিজ ব্যবহারের পরিবর্তে অবৈধ ভাবে লাইন পারাপার করা বা রেল লাইন ও প্ল্যাটফর্মে আবর্জনা ফেলার জন্য রেল আইনের ১৪৭ ধারায় জরিমানা ও জেল দুইই হতে পারে।

তবে আসানসোল ডিভিশনের একাধিক রেলস্টেশনের ফুট ওভারব্রিজ ব্যবহারের উপযোগী নয় বলে অভিযোগ করেছেন যাত্রীরা। তাঁরা জানান, বরাকর, কুলটি, রূপনারায়ণপুরের মতো কিছু স্টেশনের ফুট ওভারব্রিজ অত্যন্ত উঁচু। ফলে প্রবীণ যাত্রীরা তা ব্যবহার করতে পারেন না অনেক সময়েই। বরাকরের বাসিন্দা তথা ইন্ডস্ট্রিয়াল চেম্বার অব কমার্সের সভাপতি দীপক দুধানি বলেন, ‘‘বরাকরের স্টেশনের ফুট ওভারব্রিজটি অবৈজ্ঞনিক ভাবে তৈরি হওয়ায় আমরা অনেকেই লাইন পেরিয়ে যাওয়া আসা করতে বাধ্য হই।’’

রেল সূত্রে অবশ্য জানা গিয়েছে, এই ব্রিজটি নিয়ে ইতিমধ্যেই আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ও ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। খুব দ্রুত ব্যবস্থা করা হবে। রেল সূত্রে আরও জানা গিয়েছে, ডিভিশনের মোট ৮৪ টি স্টেশনের মধ্যে ২০ টি ছোট ও মাঝারি স্টেশনের জন্য একটি করে ফুট ওভারব্রিজ তৈরির অনুমোদন এসেছে। পাশাপাশি আরও ১০টি স্টেশনের ব্রিজ সংস্কার করা হবে।

এ দিন বরাকর-সহ বিভিন্ন স্টেশনের ফুট ওভারব্রিজ পরিদর্শন করেন ডিআরএম (আসানসোল) প্রশান্তকুমার মিশ্র। তাঁর কথায়, ‘‘যাত্রীদের সুবিধার কথা ভেবে আমরা নানা পদক্ষেপ করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Asansol Rail Line Crossing Arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE