Advertisement
১৬ এপ্রিল ২০২৪

ঘরে ফিরতে চেয়ে ফের ঘেরাও

ঘরে ফেরানোর ব্যবস্থা করার দাবিতে ফের থানা ঘেরাও করলেন কাটোয়ার কৈথন গ্রামের এক দল বাসিন্দা। বুধবার কাটোয়া থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান শ’খানেক বাসিন্দা। রবিবারও তাঁরা ঘেরাও-বিক্ষোভ করেছিলেন।

গ্রামে ফেরানোর আর্জি কৈথনের বাসিন্দাদের। নিজস্ব চিত্র

গ্রামে ফেরানোর আর্জি কৈথনের বাসিন্দাদের। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কাটোয়া শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৮ ০৩:২৭
Share: Save:

ঘরে ফেরানোর ব্যবস্থা করার দাবিতে ফের থানা ঘেরাও করলেন কাটোয়ার কৈথন গ্রামের এক দল বাসিন্দা। বুধবার কাটোয়া থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান শ’খানেক বাসিন্দা। রবিবারও তাঁরা ঘেরাও-বিক্ষোভ করেছিলেন। এক তৃণমূল কর্মী খুনের ঘটনার পরে মাস তিনেক ধরে গ্রামে ফিরতে পারছেন বলে তাঁদের দাবি। এ দিনও অবশ্য পুলিশ-প্রশাসনের তরফে কোনও নির্দিষ্ট আশ্বাস পাননি তাঁরা।

২৩ অগস্ট সন্ধ্যায় কৈথনের নীলেরপাড় এলাকায় খুন হন তৃণমূল কর্মী সাহাঙ্গির শেখ (৩৫)। অভিযোগ, জনা কয়েক দুষ্কৃতী আচমকা চ়়ড়াও হয়ে কুড়ুল ও শাবল দিয়ে তাঁর পিঠে এলোপাথাড়ি কোপায়। বাঁচাতে গিয়ে আক্রান্ত হন দুই ভাই জাহাঙ্গির শেখ ও মণিরুল শেখ। সাহাঙ্গিরকে পাশের জমিতে ফেলে রেখে পালায় দুষ্কৃতীরা। পরে জাহাঙ্গির গিধগ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী আজমত শেখ-সহ ৪৭ জনের বিরুদ্ধে সাহাঙ্গিরকে খুনের অভিযোগ দায়ের করেন। পর দিনই চার তৃণমূল কর্মীকে কৈথন থেকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, খুনের ঘটনার আগে জুনের শেষ দিকে গিধগ্রাম পঞ্চায়েত কার্যালয়ের বাইরে একটি প্লাস্টিকের জারে শ’খানেক বোমা পাওয়া যায়। এই ঘটনায় নাম জড়ায় সাহাঙ্গিরের। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। আগাম জামিন নিয়ে যে দিন গ্রামে ঢোকেন, সে দিনই খুন হন তিনি। তৃণমূল সূত্রের খবর, পঞ্চায়েতের প্রধান কে হবেন, সে নিয়ে ওই এলাকার দুই নেতা আজমত শেখ ও অ্যালেন শেখের গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। শেষে অ্যালেনের স্ত্রী প্রধান হন।

স্থানীয় সূত্রের খবর, সাহাঙ্গির খুন হওয়ার পর থেকে আজমত-গোষ্ঠীর শ’চারেক বাসিন্দা ঘরছাড়া হয়ে যান। কেউ আত্মীয়ের বাড়িতে, কেউ অন্যত্র দিন কাটাচ্ছিলেন। গত শনিবার বিকালে পুলিশি নিরাপত্তা দিয়ে গ্রামে ফেরানোর দাবি জানাতে তাঁরা কাটোয়া থানায় আসেন। সে দিন ফিরিয়ে দেওয়া হলে রবিবার সকাল ৯টা থেকে মহিলা ও শিশু-সহ এক দল বাসিন্দা কাটোয়া থানা ঘেরাও করেন। সে দিনও ফিরে যেতে হয় তাঁদের। বুধবার ফের থানা ঘেরাও করেন কৈথন নীলেরপাড়ের শ’খানেক বাসিন্দা। মনসুরা বিবি, নুমান শেখরা বলেন, ‘‘প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাড়িতে ঢুকতে পারছি না। প্রশাসন ব্যবস্থা করুক।’’

যদিও এ দিনও পুলিশ-প্রশাসন কোনও আশ্বাস দিতে পারেনি তাঁদের। দুপুরে ফিরে যান ওই বাসিন্দারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Villagers Katwa Kaithan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE