Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আধার কার্ড তৈরির জন্য গিয়ে দুর্ভোগ, বন্ধ হল স্থায়ী কেন্দ্র

আধার কার্ড তৈরি নিয়ে দুর্ভোগ দূর করতে সোমবার থেকে জেলার প্রতিটি ব্লক ও পুরসভায় একটি করে স্থায়ী কেন্দ্র চালু করেছে জেলা প্রশাসন। দুর্গাপুরে প্রথম দিনেই মুখ থুবড়ে পড়ল নতুন এই পরিষেবা। শহরের সিধো-কানহু ইন্ডোর স্টেডিয়ামের ওই কেন্দ্রে প্রতি দিন ৬০ জনের আধার কার্ড করার ব্যবস্থা রয়েছে। অভিযোগ, পুরসভা সেই তথ্য বাসিন্দাদের না জানানোয় বিপত্তির শুরু। হাজার খানেক বাসিন্দা আধার কার্ড করাতে চলে আসেন এ দিন।

বিফলে গেল অপেক্ষা। নিজস্ব চিত্র।

বিফলে গেল অপেক্ষা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৫ ০১:০৩
Share: Save:

আধার কার্ড তৈরি নিয়ে দুর্ভোগ দূর করতে সোমবার থেকে জেলার প্রতিটি ব্লক ও পুরসভায় একটি করে স্থায়ী কেন্দ্র চালু করেছে জেলা প্রশাসন। দুর্গাপুরে প্রথম দিনেই মুখ থুবড়ে পড়ল নতুন এই পরিষেবা। শহরের সিধো-কানহু ইন্ডোর স্টেডিয়ামের ওই কেন্দ্রে প্রতি দিন ৬০ জনের আধার কার্ড করার ব্যবস্থা রয়েছে। অভিযোগ, পুরসভা সেই তথ্য বাসিন্দাদের না জানানোয় বিপত্তির শুরু। হাজার খানেক বাসিন্দা আধার কার্ড করাতে চলে আসেন এ দিন। অশান্তি এড়াতে পুলিশ ডাকতে হয়। এর পরেই পুরসভা বিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্রটি বন্ধ করে দেয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এত দিন আধার কার্ড করার জন্য এলাকা অনুযায়ী নির্দিষ্ট দিন জানানো হতো। ফলে, সংশ্লিষ্ট এলাকার সব বাসিন্দা গিয়ে লাইন দিতেন। ব্যস্ততার কারণে অনেকেই হাজির হতে পারতেন না। সমস্যা মেটাতে সোমবার থেকে জেলার প্রতি ব্লকে ও পুরসভায় একটি করে স্থায়ী কেন্দ্র চালুর সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। জেলাশাসক সৌমিত্র মোহন বলেন, “বাসিন্দাদের তরফে আধার কার্ড নিয়ে বহু অভিযোগ পেয়েছি। এখন থেকে স্থায়ী কেন্দ্রগুলি চালু করা হল। যে কেউ সুবিধা মতো সেখানে গিয়ে কার্ড তৈরি করতে পারবেন।”

পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রতি দিন ৬০ জনের আধার কার্ড তৈরির ব্যবস্থা রাখা হয়েছে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ৪৩টি ওয়ার্ডকে ভাগ করে দেওয়া হয়েছে। বাসিন্দারা জানান, পুরসভার তরফে পাড়ায়-পাড়ায় আধার কার্ডের জন্য স্টেডিয়ামে যেতে বলা হয়। সোমবার ১ থেকে ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা স্টেডিয়ামে হাজির হন। কিন্তু সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁদের জানানো হয়, প্রথম ৬০ জনের কার্ড করানো হবে। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন বাকিরা। পুলিশ এসে সবাইকে সরিয়ে দেন। সকাল থেকে লাইন দেওয়া সুকুমার পাল, স্নেহাংশু মুখোপাধ্যায়, সোহাগি সাউরা বলেন, “এ ভাবে হেনস্থা হতে হবে ভাবিনি।”

পুরসভার কমিশনার সুমন হাওলাদার জানান, পরিস্থিতি বেগতিক দেখে সিধো-কানহু স্টেডিয়ামে কেন্দ্র বন্ধ করে দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তিনি জানান, প্রতি ওয়ার্ডেই আধার কার্ড তৈরির কেন্দ্র চালু রয়েছে। সেগুলিই আপাতত স্থায়ী কেন্দ্র হিসেবে বিবেচনা করা হবে। বাসিন্দারা নিজের ওয়ার্ডে কার্ড তৈরি করতে পারবেন। কমিশনার বলেন, “সোমবার যা হয়েছে তার পরে আর ঝুঁকি নেওয়া ঠিক হবে না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE