Advertisement
১৯ এপ্রিল ২০২৪

উন্নয়ন হোক রাজনীতি বাদ দিয়ে, চান বাবুল

নানা ভাবে বাধা আসছে বারবার। কিন্তু আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় সাফ জানাচ্ছেন, এলাকার উন্নয়নের স্বার্থে কোনও পরিস্থিতির মুখোমুখি হতে তিনি তৈরি। উন্নয়নের প্রশ্নে রাজনৈতিক রঙ দেখবেন না বলেও দাবি করেছেন তিনি। বিরোধীদের অবশ্য পাল্টা দাবি, এ সবই সাংসদের কথার কথা।

আসানসোলে এক অনুষ্ঠানে বাবুল। রবিবার।—নিজস্ব চিত্র।

আসানসোলে এক অনুষ্ঠানে বাবুল। রবিবার।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৫ ০১:৩৯
Share: Save:

নানা ভাবে বাধা আসছে বারবার। কিন্তু আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় সাফ জানাচ্ছেন, এলাকার উন্নয়নের স্বার্থে কোনও পরিস্থিতির মুখোমুখি হতে তিনি তৈরি। উন্নয়নের প্রশ্নে রাজনৈতিক রঙ দেখবেন না বলেও দাবি করেছেন তিনি। বিরোধীদের অবশ্য পাল্টা দাবি, এ সবই সাংসদের কথার কথা।

স্বচ্ছ ভারত অভিযান প্রকল্প সফল করতে সম্প্রতি নিজের কেন্দ্র আসানসোলের নানা স্কুলে গিয়েছেন বাবুল। বেশির ভাগ স্কুলই তাঁকে স্বাগত জানিয়েছে। কিন্তু বাধা পেয়েছেন রানিগঞ্জের এক স্কুলে। পরিচালন সমিতিতে থাকা শাসকদলের লোকজন তাঁর ওই স্কুলে যাওয়া ভাল ভাবে নেননি। তা উপেক্ষা করেই অবশ্য স্কুলে গিয়েছিলেন তিনি। ফেরার পথে তৃণমূলের লোকজন তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ বিজেপির। সেই ঘটনায় তৃণমূল নেতা তথা আসানসোল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে তারা।

শুক্রবার ওই ঘটনা ঘটে। তার পর দিনই কুলটিতে একটি জনসভা শেষে বাবুল কিন্তু বলেন, “আমি কোনও রাজনৈতিক দল সম্পর্কে মন্তব্য করতে চাই না। যে কাজের জন্য আমি সাংসদ হয়েছি, সেটাই ঠিক ভাবে করতে চাই।” তিনি জানান, সমাজের ভাল কাজ করতে চান তিনি। তাতে অনেক রকম বাধা আসবে। কিন্তু তিনি হাল ছাড়বেন না, সাফ জানাচ্ছেন কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী বাবুল।

লোকসভা ভোটে জেতার পরে বাবুল বলেছিলেন, “জলসা নয়, জল চাই।” সে কথা তিনি ভোলেননি বলে জনসভায় জানিয়েছেন বাবুল। তার সমর্থনে এলাকার জন্য তিনি বেশ কিছু প্রকল্পের কথাও জানান। তার মধ্যে অধিকাংশই জল সরবরাহ ও রাস্তা তৈরি। বাবুল জানান, এই সব প্রকল্প রূপায়ণে কোনও রকম রাজনৈতিক রঙ দেখতে চান না। দলমত নির্বিশেষে সমস্ত মানুষ যাতে এর সুবিধা পান, সেটাই লক্ষ্য বলে জানান তিনি।

বিজেপি সাংসদের এই বক্তব্যের পিছনেও অবশ্য রাজনৈতিক উদ্দেশ্য দেখছে তৃণমূল। দলের বর্ধমান জেলা (শিল্পাঞ্চল) কার্যকরী সভাপতি ভি শিবদাসনের দাবি, “এই সব ভাল ভাল কথা বলে এলাকার বাসিন্দাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন সাংসদ।” কিন্তু শেষ পর্যন্ত যদি সত্যিই উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে কোনও রাজনৈতিক রঙ না দেখা হয়, তবে তাঁরা কী বলবেন? শিবদাসনের বক্তব্য, “তবে শুধু আমরা কেন, গোটা আসানসোল বিজেপি সাংসদকে অভিনন্দন জানাবে।” বাবুলকে নিরপেক্ষ ভাবে উন্নয়নমূলক কাজ করতে বাধা দেওয়ার যে অভিযোগ তাঁদের বিরুদ্ধে উঠছে, সে প্রসঙ্গে ভি শিবদাসনের দাবি, তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঠিক নয়। এই বিষয়টি নিয়ে তাঁরা সাংগঠনিক পর্যায়েও আলোচনা করেছেন বলে জানান তিনি।

উন্নয়নের প্রশ্নে রাজনৈতিক রঙ না দেখার ব্যাপারে বাবুলের মন্তব্য নিয়ে প্রদেশ কংগ্রেসের সম্পাদক আকাশ মুখোপাধ্যায়ের বক্তব্য, “এই সব সাংসদের কথার কথা। যদি তিনি সত্যিই এটা করতে পারেন, তবে তা দৃষ্টান্ত হবে। আমরা পাশে থাকব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

babul supriyo asansol
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE