জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পূর্ব বর্ধমান ছাড়াও একই কায়দায় দুষ্কৃতী-হানা হয়েছে হুগলিতে। জানুয়ারি থেকে এই রকম পাঁচটি ঘটনা ঘটেছে বলে পুলিশের হিসাব।
স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (সেল) নির্দেশিকা জারি করে জানিয়েছে, ২০১৮-র ১৪ ফেব্রুয়ারি এএসপি-র কৌশলগত বিলগ্নিকরণের জন্য যে ‘আগ্রহপত্র’ চাওয়া হয়েছিল, তা নাকচ করা হয়েছে।
দেখা যায়, মাঝের আসনে মুখে কাপড় ঢাকা অবস্থায় কাউকে বসিয়ে রাখা হয়েছে। কাপড় সরাতেই দেখা যায়, ওই ব্যক্তির মুখে সেলোটেপ লাগানো। চোখ-মুখে আতঙ্ক। তিনি ঘোরের মধ্যে রয়েছেন।
তার ফলেই কলকাতার ব্যবসায়ীকে অপহরণ করে ঝাড়খণ্ডে নিয়ে যাওয়ার ছক ভেস্তে দেওয়া গিয়েছে, দাবি পুলিশের। বৃহস্পতিবার ভোর ৪টে ১০ মিনিট নাগাদ সালানপুরের দেন্দুয়ায় ওই গাড়ি থেকে উদ্ধার করা হয় ব্যবসায়ী মনোজ খান্ডেলওয়ালকে। ধরা পড়ে যায় গা়ড়িটির চালক-সহ পাঁচ জন।
কলেজের বিভাগীয় প্রধানেরা এ নিয়ে কোনও কথা বলতে চাননি। অধ্যক্ষ জীবন মিশ্র বলেন, ‘‘যা বলার পরে বলব।’’ পরে অবশ্য আর ফোন ধরেননি তিনি। এসএমএস-এরও জবাব দেননি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিজ্ঞান বিভাগে প্রায় দু’বছর ধরে ডিন নেই। আর কলা বিভাগে বেশ কয়েক মাস ধরে ডিন নেই। রিসার্চ স্কলারদের অভিযোগ, ডিন না থাকায় দীর্ঘ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের অন্দরেই পড়ে রয়েছে গবেষণাপত্র। ‘বোর্ড অফ রিসার্চ স্টাডিজে’র (বিআরএস) বৈঠক আটকে থাকায় গবেষকদের ডিগ্রি ছাড়াই বসে থাকতে হচ্ছে।
এ দিন শহরের বিভিন্ন পার্ক ঘুরে দেখা গিয়েছে, ভিড় চোখে পড়ার মতো। সিটি সেন্টারের একটি পার্কে এ দিনের জন্য গড়ে তোলা হয়েছিল বিশেষ ফটোগ্রাফিক জোন। সেখানে অনেকেই প্রিয়জনকে ফুল দিয়ে আনুষ্ঠানিক ভাবে ‘প্রপোজ’ করেছেন। ছবি তুলেছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২ ফেব্রুয়ারি দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দেন গ্রামের বাসিন্দা চিরঞ্জিত বাউড়ি, প্রাণ বাউড়ি, আনন্দ বাউড়ি, দিশা বাউড়িরা।
দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালকে মাস ছয়েক আগে সর্বক্ষণের জন্য এক জন নিরাপত্তারক্ষী রাখার প্রস্তাব দিয়েছিল প্রশাসন। কিন্তু তিনি নেননি। মঙ্গলবার পুলিশ কমিশনার বৈঠকে জানান, সঙ্গে রক্ষী রাখতে হবে।
দুপুরের দিকে পড়ুয়ারা মিড-ডে মিল খেতে বসেছিল। অভিভাবকদের দাবি, সেই সময় এক পড়ুয়ার খাবারে একটি মরা টিকটিকি দেখতে পাওয়া যায়। তা দেখে সহপাঠীরা বমি করতে শুরু করে।
জিতপুর-উত্তররামপুর গ্রাম পঞ্চায়েতের ওই গ্রামে অজয়ের দিক থেকে মাঝে-মাঝেই ভেসে আসছিল বিস্ফোরণ আর যন্ত্র চালানোর আওয়াজ। কী হচ্ছে ও দিকে? প্রশ্ন শুনে এড়িয়ে গেলেন গ্রামের অনেকেই।
মেয়ে সালমা খাতুন অবশ্য বাবার স্বপ্ন পূরণে অটল। বুধবার বাবার দেহ হাসপাতাল থেকে আসার আগেই পরীক্ষা দিতে যায় সে। মাথা ঠান্ডা রেখে ভাল ভাবে পরীক্ষা দেয় গলসি সারদা বিদ্যাপীঠের এই ছাত্রী।
এ দিন জেলার বেশ কিছু বিধায়ক, যাঁদের আগে কোনও নিরাপত্তা রক্ষী ছিলেন না তাঁদের সবসময়ের জন্য নিরাপত্তা রক্ষী দেওয়া হয়েছে। সঙ্গে বাড়ানো হয়েছে কয়েকজন সাংসদ, বিধায়ক ও রাজনৈতিক দলের নেতাদের নিরাপত্তা।
কাটোয়া ২ ব্লকে দুটি সিপিসি রয়েছে। একটি জগদানন্দপুর ও একটি পলসোনায়। দু’জায়গাতেই ১ ফেব্রুয়ারি থেকে ধান নেওয়া বন্ধ। চাষি তপনবাবু বলেন, ‘‘বুধবার আমার ধান বিক্রির তারিখ ছিল।
ট্রাইয়ের নতুন নির্দেশিকা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই চালু হওয়ার কথা। কেব্ল অপারেটররা চ্যানেলের দামের তালিকা গ্রাহকদের হাতে পৌঁছে দিয়েছেন। কিন্তু জমা নেওয়া বা পছন্দের চ্যানেল চালু করার কাজ এখনও পুরোপুরি হয়নি।
কুলটির রামনগর এলাকায় রাষ্ট্রায়ত্ত ইস্পাত সংস্থা ইস্কোর একটি কয়লা খনি আছে। মঙ্গলবার সকালে এই খনির ডুবুরডিহি সিমে কাজ চলার সময়ে স্থানীয় ৩ নম্বর ধাওড়ার এক দল বাসিন্দা অবস্থান-বিক্ষোভ শুরু করেন।
মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে জেলায়। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। জেলায় মাধ্যমিক পরীক্ষা আহ্বায়ক দিব্যেন্দু সাহা জানান, প্রথম দিন পরীক্ষা দিয়েছেন ৩২,২৩৫ জন।
কোলিয়ারি সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সালের ১১ জানুয়ারি অসুস্থ হয়ে সংস্থার কাল্লা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন খনিকর্মী লক্ষ্মীরাম মাঝি (৩৫)। পরে তাঁর মৃত্যু হয়।
সম্প্রতি জামালপুর ২ পঞ্চায়েতে অডিট করার পরে সরকারি আধিকারিকরা দু’দফায় চিঠি দিয়ে জানান, ১০০ দিনের কাজ থেকে কেঁচো তৈরির প্রকল্পে ২৬ লক্ষ ২০ হাজার টাকা ও ইন্দিরা আবাস যোজনার মজুরি বাবদ ১১ লক্ষ ৬১ হাজার টাকা অতিরিক্ত তোলা হয়েছে।
কাটোয়ার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনিমা গুহর দাবি, উনিশ বছর আগে দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর পর থেকে দুই সন্তানকে নিয়ে বাপেরবাড়ি খেপাকালীতলায় থাকেন তিনি।
গত রবিবার গলসির সাহেব রুইদাস নামে এক যুবক পেটের সমস্যা নিয়ে ভর্তি হন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। এ দিন সকাল ৮টায় মারা যান তিনি। নিয়ম অনুযায়ী, মৃত্যুর ঘণ্টা তিনেকের মধ্যে মৃতদেহ নিয়ে যাওয়ার কথা।