পুরসভায় ঢুকে বিধায়ককে হেনস্থা করার অভিযোগে ছয় মহিলাকে গ্রেফতার করল কাটোয়া থানার পুলিশ। বিধায়কের নিরাপত্তায় পুরসভায় রাখা হল এক মহিলা নিরাপত্তা রক্ষীকেও।
চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করে জানায়, ২০১৮-র ১৪ ফেব্রুয়ারি কারখানার কৌশলগত বিলগ্নিকরণের জন্য যে আগ্রহপত্র চাওয়া হয়েছিল, তা নাকচ করা হয়েছে। সিটু প্রথম থেকেই সিদ্ধান্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর দেড়টা নাগাদ পুরপ্রধানের ঘরে বসে কাজ করছিলেন রবীন্দ্রনাথবাবু। সেই সময়ে মেয়ের বিয়ের জন্য টাকা চাওয়ার নামে দুই মহিলা তাঁর ঘরে ঢুকতে চায়। ঢুকতে দেওয়া হলে তারা পুরপ্রধানের পায়ে ধরে টাকা চাইতে শুরু করে।
পরিবারের সূত্রে জানা যায়, গত বছর ডিসেম্বরে সুদীপ বাড়ি এসেছিলেন। বিয়ের কথাবার্তাও অনেকটা এগিয়েছিল। সেই সময়ে একটি পাকা ঘর, শৌচাগার তৈরির কাজও শুরু হয়েছিল। চলতি বছর লম্বা ছুটিতে এসে বাড়ির বাকি কাজ শেষ করার কথা ছিল সুদীপের। জঙ্গি-হামলায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।
পুলিশ জানায়, ওই রাতে বৈদ্যনাথপুরে নিজের বাড়িতে খেতে বসেছিলেন পঞ্চায়েত সদস্য গোবিন্দগোপাল গড়াই। অভিযোগ, আচমকা কয়েক জন বাড়িতে ঢুকে তাঁকে জোর করে বাড়ির সামনের একটি মন্দিরে নিয়ে যায়। সেখানেই তাঁকে মারধর করা হয়। আরও কয়েকজন ওই সময় চলে এসে গোবিন্দগোপালবাবুর উপরে চড়াও হন বলে অভিযোগ।
প্রথম ঘটনা ওই দিন সন্ধ্যায়। ওই দিন দুর্গাপুরে কমলপুর লাগোয়া এলাকায় একটি বেসরকারি ফেরো অ্যালয় কারখানায় আগুন ধরে। দমকলের চারটি ইঞ্জিন প্রায় ঘণ্টা চারেকের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
জেলার ছবিটা এমনই। স্বভাবতই কৃষি পেনশনের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি কৃষি দফতর। কবে তা পূরণ করা সম্ভব হবে বা আদৌ হবে কি না, তা নিয়েও সন্দিহান দফতরের কর্তারা। যদিও উপ-কৃষি অধিকর্তা (প্রশাসন) জগন্নাথ চট্টোপাধ্যায়ের দাবি, “অসংরক্ষিত প্রাপকদের মধ্যে বেশির ভাগেরই নাম পাওয়া গিয়েছে। তবে সংরক্ষিতদের মধ্যে অনেকে আবেদনের পরে জাতিগত শংসাপত্র দিতে পারছেন না বলে সমস্যা রয়েছে।’’
পুরনো সিলেবাস (১+১+১) অনুযায়ী স্নাতকস্তরের পার্ট ২-এর পরীক্ষা শেষ হয়েছে গত সেপ্টেম্বরে। তার ফল এখনও বের হয়নি। অথচ, ওই পরীক্ষার ছ’মাসের মাথায় পার্ট ৩-এর পরীক্ষা নেওয়ার তোড়জোড় শুরু করেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়।
বিয়েতে রাজি না হওয়ার কারণে এক কিশোরীকে অপহরণের অভিযোগে এক যুবক ও তাঁর আত্মীয়দের বাড়িতে ভাঙচুর চালাল জনতা। অণ্ডালের মোতিবাজারের তুরিপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার বেধে যায়
নেশার ঘোরে রেললাইনের ধারে গুটিয়ে শুয়ে থাকে দেখা যায় অনেক কিশোরকে। কলেজ পড়ুয়াদের নেশায় আসক্তিও নতুন নয়। কিন্তু এতে শারীরিক সমস্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অপরাধ প্রবণতাও, কাটোয়া কলেজে জাতীয় সেবা প্রকল্পের একটি অনুষ্ঠানে এ ভাবেই পড়ুয়াদের সতর্ক করলেন একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা।
দুই বোনকে ঘরে বন্দি করে পালিয়ে যাওয়ার ঘটনায় অভিযুক্তের খোঁজ মেলেনি রূপনারায়ণপুরে। তাঁর খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ। খোঁজ মিললেই গোটা ঘটনা পরিষ্কার হবে বলে মনে করছেন কমিশনারেটের আধিকারিকেরা।
তদন্তকারীরা জানান, কিছু দিন আগে একটি সংবাদপত্রে সিএমইআরআই সংক্রান্ত খবর প্রকাশিত হয়। তার পরে গত বছরের ৯ নভেম্বর সিএমইআরআই কর্তৃপক্ষ এক জনের নামে গোপন তথ্য চুরির অভিযোগ করেন। ওই অভিযোগের তদন্তে নেমে রবিবার রুদ্রবাবুকে দমদমের বাড়ি থেকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ওই মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য আদালত সমন পাঠিয়েছে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির এক কর্তাকে। মঙ্গলবার তাঁর আদালতে সাক্ষ্য দেওয়ার কথা। তিনিই এই মামলায় শেষ সাক্ষী বলে জানা গিয়েছে।
চিনাকুড়ির নয়-দশ নম্বর এলাকায় ১২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বেসরকারি ওই তাপবিদ্যুৎকেন্দ্রটি রয়েছে। সোমবার সকাল থেকে ওই কেন্দ্রের মূল গেটে বিক্ষোভ অবস্থান শুরু করেন তৃণমূলের প্রায় শ’তিনেক সদস্য, সমর্থক। কর্মসূচিতে যোগ দেন বিদ্যুৎকেন্দ্রের স্থায়ী ও অস্থায়ী শ্রমিকেরাও। আধিকারিকেরা কেন্দ্রের ভিতরে ঢুকতেও বাধা পান বলে অভিযোগ।
আসানসোলের মাত্রাতিরিক্ত পরিবেশ দূষণ রোধ করতে শহরতলি ও দূরপাল্লায় সিএনজি চালিত বাস পরিষেবা চালুর কথা অনেক আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ২০১৭-য় প্রথম বার এসবিএসটিসি-র আসানসোল ডিপোকে ২০টি সিএনজি চালিত বাস দেয় সরকার।
পুরসভা সূত্রে জানা যায়, গত বছর সম্পত্তি কর পুনর্মূল্যায়ণ হয়েছে। ২০১৮-১৯ আর্থিক বছর থেকে নতুন কর চালু হয়েছে। প্রায় ৫৫ হাজার সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত ভবন থেকে পুরসভার আয় হওয়ার কথা ১৪ কোটি টাকা।
এ দিন মৃতের বোন সূরযমণি মাঝি ও লক্ষ্মী মাঝিরা জানান, ২০১৪ সালের ১ জানুয়ারি তাঁর দাদা লক্ষ্মীরাম মাঝি অসুস্থ হয়ে ইসিএলের কাল্লা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে সেখানে তিনি মারা যান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, স্নাতকস্তরের কলা বিভাগে অনার্সের পরীক্ষা দিয়েছিলেন ৮০৩৩ জন। পাশ করেছে ২৭৮৩ জন (৩৪.৬৪%)। পাস কোর্সে পাস করেছেন মাত্র ১৫ শতাংশ পড়ুয়া। পরীক্ষা দিয়েছিল ১৬১৯৯ জন, উত্তীর্ণ হয়েছে ২৪২৬ জন।
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রের দাবি, চলতি মাস থেকে পরীক্ষা নিয়ামক দফতরে এমন ‘নজরদারি’ শুরু হয়েছে। এর পরেই প্রায় সাত মাস পরে সোমবার স্নাতক স্তরের পার্ট ১ (পুরনো পদ্ধতি) পরীক্ষার ফল বেরোল। অগস্ট মাসে পার্ট ২ পরীক্ষার ফলও এ মাসের মধ্যেই বের করার চেষ্টা চলছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, কয়েক দিন আগে অজ্ঞাতপরিচয় ওই অগ্নিদগ্ধ ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দিয়ে যায় বর্ধমান রেলপুলিশ। দোতলার সিঁড়ির সামনে একটি খাটে রেখে তাঁর চিকিৎসা চলছিল।
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পূর্ব বর্ধমান ছাড়াও একই কায়দায় দুষ্কৃতী-হানা হয়েছে হুগলিতে। জানুয়ারি থেকে এই রকম পাঁচটি ঘটনা ঘটেছে বলে পুলিশের হিসাব।