Advertisement
১৯ এপ্রিল ২০২৪

জগৎবল্লভপুরের কলেজ পেল ‘এ’

মাঝে সময়ের ব্যবধানটা একটু বেশি। ১২ বছর। তবু ‘নাক’-এর পরিদর্শনে ‘বি’ গ্রেড থেকে ‘এ’ গ্রেড-এ উন্নীত হতে পেরে খুশি হাওড়ার জগৎবল্লভপুর শোভারানি মেমোরিয়াল কলেজ কর্তৃপক্ষ।

নিজস্ব সংবাদদাতা
জগৎবল্লভপুর শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৭ ০১:১০
Share: Save:

মাঝে সময়ের ব্যবধানটা একটু বেশি। ১২ বছর। তবু ‘নাক’-এর পরিদর্শনে ‘বি’ গ্রেড থেকে ‘এ’ গ্রেড-এ উন্নীত হতে পেরে খুশি হাওড়ার জগৎবল্লভপুর শোভারানি মেমোরিয়াল কলেজ কর্তৃপক্ষ। নাকের সাম্প্রতিক পেশ করা কলেজ-বিশ্ববিদ্যালয়ের মূল্যায়নে রাজ্যের নামী কলেজের সঙ্গে পাল্লা দিয়ে হাওড়ার কলেজটি এই সম্মান পেল।

নাকের পরিদর্শনে ২০০৪ সালে এই কলেজ বি গ্রেড পেয়েছিল। ২০১৬ সালে এই কলেজ নাকের মূল্যায়নে এ গ্রেড পেয়েছে। কলেজের এমন সম্মানে স্বভাবতই খুশি কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলেই। অধ্যক্ষ কল্যাণ কুমার মণ্ডল বলেন, ‘‘এই সাফল্যের জন্য কলেজের পরিচালন সমিতি, শিক্ষক, অশিক্ষক কর্মচারী, ছাত্রছাত্রী সকলেরই ভূমিকা রয়েছে। আগামী দিনে এই সাফল্যকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’’ একই বক্তব্য, কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা প্রাক্তন অধ্যাপক অশোককুমার শতপথিরও।

কলেজ সূত্রে খবর, গত বছর ৩ থেকে ৫ নভেম্বর নাকের তিন সদস্যের একটি দল কলেজ পরিদর্শনে আসেন। ২০১১-’১২ থেকে ২০১৪-’১৫ পর্যন্ত চারটি শিক্ষাবর্ষে কলেজের সামগ্রিক পরিস্থিতির মূল্যায়ন করেন নাকের ওই প্রতিনিধি দল। কলেজ কর্তৃপক্ষের দাবি, এই চার বছরে কলেজে নানা উন্নয়ন হয়েছে। কলেজ চত্বরে বিভিন্ন জায়গায় বাগান তৈরি করা হয়েছে। রয়েছে মাদকবিরোধী প্রচারও। উন্নত জেনারেটরের (গ্রিন জেনারেটর) ব্যবস্থা আছে। রসায়ন বিভাগের পরীক্ষাগারটিকে গ্রিন পরীক্ষাগার করা হয়েছে। অর্থাৎ পরীক্ষাগারটিকে দূষণমু্ক্ত ও পরিবেশবান্ধব করা হয়েছে।

কলেজ সূত্রে খবর, বর্তমানে কলেজে বাংলা, ইংরেজি, সংস্কৃত, আরবি-সহ ১৫টি বিষয় পড়ানো হয়। প্রায় দু’হাজার ছাত্রছাত্রী রয়েছে। ১৫ জন স্থায়ী শিক্ষক-সহ ৫৪ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। ২০ হাজারেরও বেশি বই আছে গ্রন্থাগারে। ১৯৭১ সালে কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন সত্যনারায়ণ খাঁ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

NAAC Grade Colleges
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE