Advertisement
২০ এপ্রিল ২০২৪

অটো-টোটো দ্বন্দ্বে প্রহৃত অটোচালক, অবরোধ

যাত্রী তোলা নিয়ে এক অটোচালকের সাথে টোটোচালকের বচসায় অটোচালককে মারধরের অভিযোগে শনিবার দুপুরে চন্দননগরের বাগবাজারে জিটি রোড অবরোধ করলেন করল অটোচালকরা। আহত অটোচালককে রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য চন্দননগর মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা
চন্দননগর শেষ আপডেট: ১২ জুলাই ২০১৫ ০১:০৪
Share: Save:

যাত্রী তোলা নিয়ে এক অটোচালকের সাথে টোটোচালকের বচসায় অটোচালককে মারধরের অভিযোগে শনিবার দুপুরে চন্দননগরের বাগবাজারে জিটি রোড অবরোধ করলেন করল অটোচালকরা। আহত অটোচালককে রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য চন্দননগর মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর চোখের নীচে সেলাই হয়েছে। দোষী টোটোচালককে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন ওই এলাকার অটোচালকেরা। পুলিশের এক পদস্থ কর্তা জানান, মারধরের ঘটনায় একটা অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’’

জিটি রোডে টোটো চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, প্রশাসনের নির্দেশ অমান্য করে বেশ কিছু টোটো জিটি রোড দিয়ে যাতায়াত করছে। এদিন সকাল ১১টা নাগাদ পলতাঘাট থেকে জ্যোতির মোড় রুটের এক অটোচালক বাবুবাজারের কাছে যাত্রী তুলছিলেন। সেই সময় একটি টোটো সেখানে এসে অটোর যাত্রীদের নিজের গাড়িতে তুলে নেয়। এ নিয়ে অটোচালকের সঙ্গে টোটোচালকের বচসা বেধে যায়। সঞ্জীব সাধু নামে ওই অটোচালকের অভিযোগ, টোটোচালককে জিটি রোডে রোডে চলাচলে প্রশাসনের নিষেধাজ্ঞার কথা বলতেই সে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। এর পর তিনি অটো নিয়ে জ্যোতির মোড়ের দিকে রওনা হন। কিন্তু ওই টোটোচালক আরও কয়েকজন টোটোচালককে খবর দেয়। এর পর জনা দশেক টোটোচালক তাঁকে ধাওয়া করে। জ্যোতির মোড়ে তাঁর অটো আটকে তাঁকে রাস্তায় ফেলে মারতে থাকে। তাঁর মুখ ফাটিয়ে দেওয়া হয়। স্থানীয় কিছু ব্যবসায়ী এবং অন্য অটোচালকরা তাঁকে উদ্ধার করেন।

ঘটনার প্রতিবাদে এবং দোষী টোটোচালককে গ্রেফতারের দাবিতে এলাকার সমস্ত অটোচালক দুপুর ১২টা থেকে চন্দননগরের বাগবাজারে জিটি রোড অবরোধ করেন। যানজটে আটকে পড়ে বহু গাড়ি। খবর পেয়ে চন্দননগর থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। দোষী টোটো চালককে গ্রেফতারের আশ্বাস দিলে দুপুর ১টা নাগাদ অবরোধ ওঠে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE