Advertisement
২৩ এপ্রিল ২০২৪

হকিতে চ্যাম্পিয়ন বারুইপুর

আন্তঃবিদ্যালয় হকি প্রতিযোগিতা হয়ে গে‌ল চন্দননগরে। চ্যাম্পিয়ন হয়েছে বারুইপুর উচ্চ বিদ্যালয়। রানার্স চন্দননগরের দুর্গাচরণ রক্ষিত বঙ্গ বিদ্যালয়।

ভেটারেন্স হকি ম্যাচের একটি মুহূর্ত। ছবি: তাপস ঘোষ

ভেটারেন্স হকি ম্যাচের একটি মুহূর্ত। ছবি: তাপস ঘোষ

নিজস্ব সংবাদদাতা
চন্দননগর শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৬ ০২:৩৬
Share: Save:

আন্তঃবিদ্যালয় হকি প্রতিযোগিতা হয়ে গে‌ল চন্দননগরে। চ্যাম্পিয়ন হয়েছে বারুইপুর উচ্চ বিদ্যালয়। রানার্স চন্দননগরের দুর্গাচরণ রক্ষিত বঙ্গ বিদ্যালয়। চন্দননগরের দেশবন্ধু স্পোর্টিং ক্লাবের উদ্যোগে গত শনি ও রবিবার অলিম্পিয়া‌ন, অধুন‌া প্রয়াত লেসলি ক্লডিয়াসের নামাঙ্কিত সারা বাংলা অনূর্ধ্ব ১৭ নকআউট প্রতিযোগিতাটি হয় স্থানীয় মেরি পার্কের মাঠে। উদ্যোক্তারা জানান, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা ও চন্দননগর থেকে মোট ৮টি দ‌ল যোগ দিয়েছিল। রবিবার সকালে প্রথম সেমিফাইনালে দুর্গাচরণ রক্ষিত বঙ্গ বিদ্যালয় ২-১ গোলের ব্যবধানে রিষড়ার বিকেসি উচ্চ বিদ্যালয়কে হারায়। দ্বিতীয় সেমিফাইনালে হাওড়া সাউথ পয়েন্টের বিরুদ্ধে ৮-০ গোলে জেতে বারুইপুর। বিকেলে ফাইনাল হয়। ৫০ মিনিটের ম্যাচে বারুইপুরের স্কুলটির প্রাধান্য ছিল। তারা ২-০ গোলে জিতে বাজিমাত করে। গোল দু’টি করে অনিরুদ্ধ মারিক এবং আকাশ সাহা। প্রবল গরম উপেক্ষা করেও ভাল খেলা উপহার দেয় স্কুলছাত্রেরা। খেলা দেখতে মাঠ ভরালেন বহু মানুষ। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের রূপেশ অধিকারী। দল ফাইনালে উঠতে না পারলেও ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছে রিষড়ার বিকেসি উচ্চ বিদ্যালয়ের মঙ্গল মোল্লা। ফাইনালের আগে ভেটারেন্স হকি ম্যাচ হয়। ওই ম্যাচে কলকাতা একাদশ ১-০ গোলে দেশবন্ধু স্পোর্টিং ক্লাবকে হারায়। ৩০ মিনিটের ম্যাচের শেষ দিকে কলকাতার দলটির হয়ে জয়সূচক গোলটি করেন ৭০ বছরের অশোক পাল। দেশবন্ধু স্পোর্টিংয়ের হকি প্রশিক্ষণ শিবিরের আহ্বায়ক মানস দাস জানান, প্রাক্তন হকি খেলোয়াড় অসীম গঙ্গোপাধ্যায়কে ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার দেওয়া হয়। ক্লাবের সবচেয়ে প্রবীণ সদস্য নবতীপর প্রফুল্লকুমার দে’কেও ওই পুরস্কারে ভূষিত করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র রাম চক্রবর্তী, কাউন্সিলর শুভজিৎ সাউ, চন্দননগর জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি অসীমচন্দ্র খাঁ প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Baruipur Hockey
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE