Advertisement
২৩ এপ্রিল ২০২৪

রেষারেষির জেরে দুই বাসে ধাক্কা, উলুবেড়িয়ায় জখম ৫

মুখ্যমন্ত্রীর ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ স্লোগানের মধ্যেই দু’টি বাসের রেষারেষিতে জখম হলেন একটি বাসের চালক-সহ পাঁচ যাত্রী। যার মধ্যে একটি সরকারি বাস। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার বীরশিবপুরে মুম্বই রোডে। আহতদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

দুর্ঘটনাগ্রস্ত বাস। মুম্বই রো়ডে সুব্রত জানার তোলা ছবি।

দুর্ঘটনাগ্রস্ত বাস। মুম্বই রো়ডে সুব্রত জানার তোলা ছবি।

নিজস্ব সংবাদদাতা
উলুবেড়িয়া শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪৫
Share: Save:

মুখ্যমন্ত্রীর ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ স্লোগানের মধ্যেই দু’টি বাসের রেষারেষিতে জখম হলেন একটি বাসের চালক-সহ পাঁচ যাত্রী। যার মধ্যে একটি সরকারি বাস। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার বীরশিবপুরে মুম্বই রোডে। আহতদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনার পর সরকারি বাসের চালক বাস নিয়ে পালিয়ে যায়।

পুলিশ ও বাসযাত্রী সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা একটা নাগাদ বাগনান-নিউটাউন রুটের একটি বেসরকারি বাস ও বাগনান-ধর্মতলা রুটের একটি সিটিসি বাস বাগনানের দিকে আসার সময় রানিহাটি থেকে রেষারেষি করছিল। বীরশিবপুরের কাছে নিউটাউন-বাগনান রুটের বাসটিকে ওভারটেক করেই সিটিসি বাসটি আচমকা সামনে দাঁড়িয়ে পড়ে যাত্রী তোলার জন্য। সেই সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে নিউটাউন রুটের বাসটি সিটিসি বাসের পিছনে সজোরে ধাক্কা মারে। জখম হন ওই বাসটির চালক-সহ ৫ যাত্রী। যাত্রীদের অভিযোগ, বেশিরভাগ সময়েই বাগনান বাসস্ট্যান্ড থেকে সিটিসি এবং বেসরকারি বাসগুলো একই সঙ্গে ছাড়ায় যাত্রী তোলার জন্য নিজেদের মধ্যে রেষারেষি শুরু করে। এ দিনও সেই কারণেই দুর্ঘটনা ঘটল। যান নিয়ন্ত্রণে মুম্বই রোডে থাকা পুলিশের সামনেই রেষারেষি চললেও অধিকাংশ সময়েই তারা নীরব ভূমিকা পালন করে বলে অভিযোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Uluberia Injur Bus collision
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE