Advertisement
২৫ এপ্রিল ২০২৪
আজ শুরু শ্রাবণী মেলা

সিসি ক্যামেরায় নজরদারি, নিরাপত্তা-জালে তারকেশ্বর

শ্রাবণী মেলায় কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এ বার জেলা পুলিশ অতিমাত্রায় সর্তক।

প্রবেশপথে নিরাপত্তার আয়োজন।ছবি: দীপঙ্কর দে।

প্রবেশপথে নিরাপত্তার আয়োজন।ছবি: দীপঙ্কর দে।

নিজস্ব সংবাদদাতা
তারকেশ্বর শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৬ ০২:২৯
Share: Save:

শ্রাবণী মেলায় কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এ বার জেলা পুলিশ অতিমাত্রায় সর্তক।

মাস কয়েক আগেই মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এর পরেই জঙ্গি সন্দেহে এক পলিটেকনিক ছাত্রকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করে তারকেশ্বর মন্দিরে হামলার ছক ফাঁস হয়েছিল বলে পুলিশের দাবি। সম্ভবত সেই বিষয়টি মাথায় রেখে পুলিশ নিরাপত্তার প্রশ্নে এ বার অতিরিক্ত কিছু ব্যবস্থা নিতে যাচ্ছে। হুগলির পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী বলেন, ‘‘কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মেলার দিনগুলিতে পর্যাপ্ত পুলিশ থাকছে। সিসি ক্যামেরার সংখ্যাও বাড়ানো হচ্ছে।’’

আজ, রবিবার থেকে শ্রাবণী মেলা শুরু হচ্ছে। লক্ষ লক্ষ পুণ্যার্থী কাঁধে বাঁক নিয়ে তারকেশ্বরে আসেন শিবের মাথায় জল ঢালতে। মূলত শনি, রবি এবং সোমবার কাতারে-কাতারে মানুষ আসেন। মেলায় আগত পুণ্যার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, সে জন্য জেলা প্রশাসনের তরফে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের তরফে একাধিক বৈঠক করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষের তরফেও দিন কয়েক আগে বৈঠক হয়। ওই বৈঠকে তারকেশ্বরের দণ্ডীস্বামী সুরেশ্বর মোহন্ত মহারাজ আশ্রম ছাড়াও জেলা জজ বিবেক চৌধুরী, বিডিও প্রভাংশু হালদার, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল) জয়িতা বসু, তারকেশ্বরের পুরপ্রধান স্বপন সামন্ত প্রমুখ ছিলেন।

তারকেশ্বর মন্দিরের এস্টেট ম্যানেজার প্রশান্তজীবন ভট্টাচার্য জানান, ২৪ ঘণ্টা অ্যাম্বুল্যান্স এবং রিলিফ ভ্যান থাকবে। নিরাপত্তার সব বন্দোবস্তই পুলিশ-প্রশাসনের তরফে করা হয়েছে। তারকেশ্বরের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজা হচ্ছে বৈদ্যবাটির নিমাইতীর্থ ঘাটেও। অসংখ্য মানুষ গঙ্গার এই ঘাট থেকে জল তু‌লে পায়ে হেঁটে তারকেশ্বরে যান বৈদ্যবাটি-তারকেশ্বর রোড ধরে। উত্তর ২৪ পরগনা থেকে ভুটভুটিতেও বহু মানুষ আসেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ঘাটে নজরদারি চালানোর জন্য এ বারও স্পিড বোট, লঞ্চ থাকবে। জলপথে যে সব পুণ্যার্থী আসবেন, তাঁদের সুবিধার্থে তৈরি হয়েছে অস্থায়ী জেটিঘাট। ঘাটে থাকবে সিসি ক্যামেরাও। নিমাইতীর্থ ঘাটে এবং বৈদ্যবাটি চৌমাথায় জায়ান্ট স্ক্রিন বসানো হচ্ছে।

প্রশাসন সূত্রের খবর, জঙ্গি মোকাবিলায় কয়েকটি জায়গায় বালির বস্তার আড়ালে দাঁড়িয়ে ভিড়ে নজর রাখবে পুলিশ। মন্দির চত্বরে প্রায় ৪০টি ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) লাগানো হচ্ছে। এ ছাড়াও মন্দিরের পথে স্থানীয় বৈদ্যপুর, লোকনাথ বা চাউলপট্টিতেও সিসি ক্যামেরা থাকছে। মন্দিরে ঢোকার সময় অতিরিক্ত ভিড় যাতে একসঙ্গে আছড়ে না পড়েন, সে জন্য নির্দিষ্ট দূরত্ব অন্তর ব্যারিকেড করা হবে। নির্দিষ্ট সংখ্যক দুণ্যার্থী যাওয়ার পরে ব্যারিকেড বন্ধ করে দেওয়া হবে। দুধপুকুরে থাকবে লাইফবোট। থাকবেন সিভিল ডিফেন্সের কর্মীরা। ছিনতাইবাজদের আটকাতে ভিড়ে মিশে থাকবেন সাদা পোশাকের পুরুষ এবং মহিলা পুলিশকর্মীরা। পুলিশের পাশাপাশি সিভিক ভলান্টিয়ারও মোতায়েন করা হবে। পুরপ্রধান স্বপনবাবু বলেন, ‘‘রবি এবং সোমবার ২৪ ঘণ্টাই পুরসভার তরফে পানীয় জল দেওয়া হবে। পুরসভার তরফেও কিছু সিসি ক্যামেরা লাগানো হবে। স্বাস্থ্যকর্মীদেরও রাখা হবে। রাস্তার ধারে কিছু অস্থায়ী শৌচাগার তৈরি করা হবে। থাকবে মাইকিং-এর ব্যবস্থাও।’’

কী কী ব্যবস্থা

• মন্দিরের প্রবেশ পথে মেটাল ডিটেক্টর।

•মন্দির চত্বর ও আশপাশের রাস্তায় সিসি ক্যামেরায় নজরদারি।

•ভিড়ে মিশে থাকবে‌ন সাদা পোশাকের পুলিশ। থাকবে সিভিক ভলান্টিয়ারও।

•দুধপুকুরে লাইফবোট। থাকবেন‌ সিভিল ডিফেন্সের কর্মী।

• রাস্তায় পর্যাপ্ত আলোর বন্দোবস্ত করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tarakeswar CCTV
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE