Advertisement
২৪ এপ্রিল ২০২৪

করোনা বিধি শিকেয়! ছট পুজো উপলক্ষ্যে জলসা চুঁচুড়ায়

ছটপুজো উপলক্ষ্যে নাচ গানের আসর হুগলি জেলার চুঁচুড়াতে।

চুঁচুড়াতে জলসা। নিজস্ব চিত্র।

চুঁচুড়াতে জলসা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
চুঁচুড়া শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২০ ১৩:১৪
Share: Save:

পশ্চিমবঙ্গে দৈনিক করোনা সংক্রমণ একটু কমলেও হুগলি জেলাতে তা বেড়েছে। এই পরিস্থিতিতেই ছটপুজো উপলক্ষ্যে নাচ গানের আসর হুগলি জেলার চুঁচুড়াতে। সেই ঘটনার ভিডিয়ো দেখিয়ে দিচ্ছে করোনা নিয়ে সতেচনতার অভাব।

ছটপুজো উপলক্ষ্যে চুঁচুড়ার সায়রা মোড়ে অনুষ্ঠিত হয়েছিল জলসা। মঞ্চে গান করছেন এক মহিলা। নীচে জড়ো হয়েছেন অগণিত দর্শক। তাঁদের কারও মুখেই নেই মাস্ক। এ ভাবে জড়ো হয়েই নাচ করছেন সকলে।

খোলা মঞ্চে এই ধরনের অনুষ্ঠানের অনুমতি এখনও দেওয়া হয়নি সরকারের তরফে। তার পরেও কেন এই বেনিয়ম। তা নিয়ে প্রশ্ন তুলছেন চুঁচুড়া শহরবাসী। পিপুলপাতির বাসিন্দা নিমাই দত্ত বলেছেন, ‘‘এত বড় জলসার অনুমতি কে দিল, কেন দিল, বুঝতে পারছি না। দেখে শুনে মনে হচ্ছে করোনা চলে গিয়েছে।’’

প্রসঙ্গত, সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমলেও হুগলিতে গত কয়েকদিনে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার ২৪৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন এই জেলাতে। লোকাল ট্রেন চালু হওয়ায় চিন্তা বেড়েছে। সামনে ছট, জগদ্ধাত্রী পুজো। সেই পরিস্থিতি এই ধরনের দায়িত্বজ্ঞানহীনতা বাড়াচ্ছে চিন্তা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ChatPuja
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE