Advertisement
১৮ এপ্রিল ২০২৪

বিডিওকে হেনস্থার অভিযোগ উলুবেড়িয়ায়

মহিলা বিডিওকে হেনস্থার অভিযোগ উঠল উলুবেড়িয়া ১ ব্লকে। মঙ্গলবার রাতে স্থানীয় ধুলাসিমলা উপ-স্বাস্থ্যকেন্দ্রের কাছে ওই ঘটনায় বিডিও মৌলি সান্যাল থানায় অভিযোগ করেছেন। হাওড়ার পুলিশ সুপার (গ্রামীণ) সুকেশ জৈন বলেন, ‘‘ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’

নিজস্ব সংবাদদাতা
উলুবেড়িয়া শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০১:৫৭
Share: Save:

মহিলা বিডিওকে হেনস্থার অভিযোগ উঠল উলুবেড়িয়া ১ ব্লকে। মঙ্গলবার রাতে স্থানীয় ধুলাসিমলা উপ-স্বাস্থ্যকেন্দ্রের কাছে ওই ঘটনায় বিডিও মৌলি সান্যাল থানায় অভিযোগ করেছেন। হাওড়ার পুলিশ সুপার (গ্রামীণ) সুকেশ জৈন বলেন, ‘‘ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’

প্রশাসন ও স্থানীয় সূত্রে খবর, উলুবেড়িয়ার গরুহাটা থেকে মোহিনী মোড় পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ করছে পূর্ত দফতর। তাই ধুলাসিমলায় উপ স্বাস্থ্যকেন্দ্রের কাছে রাস্তার ধারের দু’টি গাছ কাটার প্রয়োজন ছিল। ব্লক প্রশাসন থেকে এ বিষয়ে টেন্ডার ডাকার প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু মঙ্গলবার ব্লক অফিসে ওই গাছগুলি বেআইনি ভাবে কাটা হচ্ছে বলে খবর আসে। এর পর ব্লক প্রশাসনের দুই কর্তা বিকেলে ঘটনাস্থলে যান। তাঁরা দেখেন গাছ কাটা প্রায় শেষ। স্থানীয় সাধন মণ্ডল নামে এক ব্যক্তি সেই কাজ করছেন। সাধনবাবু ব্লক প্রশাসনের কর্তাদের জানান, ধুলাসিমলা পঞ্চায়েতের উপপ্রধান গোপীনাথ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি গাছ কাটছেন। এই নিয়ে গোলমাল বাড়ায় বিডিও ঘটনাস্থলে আসেন। সেই সময় কয়েকশো লোক তাঁকে গালিগালাজ করে বলে অভিযোগ। শেষ পর্যন্ত বিডিও ফিরে আসেন। বুধবার তিনি বলেন, ‘‘অন্যায় রুখতে গিয়ে যে এ ভাবে হেনস্থার স্বীকার হব ভাবিনি। আমি আতঙ্কিত।’’ তবে তিনি থানায় সাধনবাবুর বিরুদ্ধে লিখিত অভিযোগ করলেও সেখানে উপপ্রধানের নাম নেই।

সাধনবাবুর দাবি, কাটা গাছগুলি তাঁর। ঝড়ে সেগুলি রাস্তায় পড়ায় যান চলাচলে সমস্যা হচ্ছিল। তাই সেগুলি কেটে দেওয়া হয়েছে। গোপীনাথবাবুর দাবি, ‘‘ঝড়ে গাছ পড়ে যাওয়ায় েসগুলি কাটতে বলা হয়েছিল। গাছ চুরির কোনও ঘটনা ঘটেনি। বিডিও পুরো বিষয়টি না জেনেই এমন করেছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

uluberia BDO police southbengal howrah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE