Advertisement
২৪ এপ্রিল ২০২৪

হাসপাতালে টোটো-রাজ

ওই হাসপাতালের মধ্যেই গজিয়ে উঠেছে টোটো স্ট্যান্ড। যেখানে সেখানে টোটো দাঁড় করিয়ে রাখায় সমস্যায় পড়েছেন রোগী এবং রোগীর আত্মীয়েরা। টোটোগুলি সেখানে এমন ভাবে দাঁড়িয়ে থাকে যে রোগী নিয়ে অ্যাম্বুল্যান্স বা অন্য গাড়ি ঢুকতে সমস্যা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, টোটো চালকদের হাসপাতালের মধ্যে গাড়ি রাখতে নিষেধ করা হয়েছে। কিন্তু তাতেও কাজ হয়নি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

তাপস ঘোষ
চুঁচুড়া শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৭ ০১:৪৮
Share: Save:

সরকারি হাসপাতাল চত্বর না টোটো স্ট্যান্ড বোঝা দায় সেটাই বোঝা দায় হুগলির চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে।

ওই হাসপাতালের মধ্যেই গজিয়ে উঠেছে টোটো স্ট্যান্ড। যেখানে সেখানে টোটো দাঁড় করিয়ে রাখায় সমস্যায় পড়েছেন রোগী এবং রোগীর আত্মীয়েরা। টোটোগুলি সেখানে এমন ভাবে দাঁড়িয়ে থাকে যে রোগী নিয়ে অ্যাম্বুল্যান্স বা অন্য গাড়ি ঢুকতে সমস্যা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, টোটো চালকদের হাসপাতালের মধ্যে গাড়ি রাখতে নিষেধ করা হয়েছে। কিন্তু তাতেও কাজ হয়নি।

হাসপাতাল চত্বরে গিয়ে দেখা গিয়েছে, ঢোকার মুখেই খালি টোটোগুলি দাঁড়িয়ে রয়েছে। সেখানে থেকেই সেই টোটোগুলি যাত্রী তুলছে। কিছু টোটো আবার দাঁড় করানো থাকে হাসপাতালের সিটি স্ক্যান এবং ওষুধের দোকানের দিকে। এর ফলে ওষুধ কিনতে যাওয়ার সময়ে সমস্যায় পড়েন রোগীর আত্মীয়েরা। অভিযোগ, টোটোগুলিকে সরে যেতে বলা হলেও সেগুলি সরে না। উপরন্তু সরতে বললে টোটোচালকেরা গালিগালাজ করে বলেও অভিযোগ। টোটো চালকদের সঙ্গে পথচলতি মানুষজনের কথা কাটাকাটি, যাত্রীদের সঙ্গে বচসা লেগেই রয়েছে। ওই হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন সমর মজুমদার নামে এক ব্যক্তি। তাঁর ক্ষোভ, ‘‘হাসপাতালের মধ্যে টোটোগুলি এমন ভাবে দাঁড় করানো থাকে যে অ্যাম্বুল্যান্স ঢুকতে পারে না। এর ফলে তো রোগীদের মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রশাসনের উচিত এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া।’’ হাসপাতালের সুপার উজ্জ্বলেন্দুবিকাশ মণ্ডল জানান, হাসপাতাল চত্বরের টোটো দাঁড় করিয়ে রাখা নিয়ে রোগীর আত্মীয়েরা আমার কাছে অভিযোগ জানিয়েছেন। আমরা টোটোগুলিকে হাসপাতালের বাইরে দাঁড়াতে বলেছিলাম। হাসপাতালের পক্ষ থেকে নজরদারিও চালানো হতো। সম্প্রতি নজরদারি কমে যাওয়ার জন্যই টোটোগুলি আবার একই জায়গায় দাঁড়াতে শুরু করেছে। আবার নজরদারি শুরু হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE