Advertisement
২৫ এপ্রিল ২০২৪

‘কাটমানি’ ফেরত চেয়ে প্রধানের বাড়িতে হামলা

বিজেপি নেতৃত্বের দাবি, এই ঘটনা সাধারণ গ্রামবাসীদের ক্ষোভের বহিঃপ্রকাশ। বিজেপির কেউ এতে যুক্ত নন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
ধনেখালি শেষ আপডেট: ২১ জুন ২০১৯ ০১:৪১
Share: Save:

‘কাটমানি’ ফেরত চেয়ে বুধবার ধনেখালি বিধানসভায় এক তৃণমূল নেতার বাড়িতে হামলা হয়েছিল। একই দাবিতে হামলা হল ধনেখালি ১ পঞ্চায়েতের তৃণমূল প্রধান সফিকুল ইসলাম ওরফে বুলবুলের বাড়িতেও।

তৃণমূল সূত্রের দাবি, লোকসভা ভোটের ফল বেরনোর পর থেকেই বিজেপির ভয়ে সফিকুল ঘরছাড়া। তাঁর পরিবারের অভিযোগ, বুধবার রাতে এক দল লোক লোকোবাটি গ্রামে সফিকুলের বাড়িতে হামলা চালায়। ইট ছুড়ে জানলার কাচ ভেঙে দেওয়া হয়। সীমানা পাঁচিল ভাঙা হয়। ‘কাটমানি’ ফেরত দিতে হবে বলে দাবি তোলা হয়। স্থানীয় তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী অসীমা পাত্র বলেন, ‘‘বিজেপির লোকেরাই হামলা চালিয়েছে। থানায় অভিযোগ জানানো হবে।’’

বিজেপি নেতৃত্বের দাবি, এই ঘটনা সাধারণ গ্রামবাসীদের ক্ষোভের বহিঃপ্রকাশ। বিজেপির কেউ এতে যুক্ত নন। এই ঘটনায় দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ যাতে না হয়, এই দাবি তুলে বৃহস্পতিবার দুপুরে ধনেখালি থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপির লোকেরা। ঘণ্টাখানেক তারকেশ্বর-বর্ধমান রোড অবরোধ করা হয়। এর মাঝেই এক দল লোক প্রধানের বাড়ির সামনে জড়ো হন। অভিযোগ তোলা হয়, প্রধান সরকারি প্রকল্পে টাকা আত্মসাৎ করেছেন। গরিব মানুষের বাড়ি তৈরি করতে ‘কাটমানি’ নিয়েছেন। সব টাকা ফেরতের দাবি ওঠে।

বিজেপি নেতা অজয় কর বলেন, ‘‘প্রধানের দুর্নীতি আর কাটমানি খাওয়ার তালিকা তৈরি করা হচ্ছে। প্রশাসনের কাছে তা জমা দেওয়া হবে।’’ বিধায়কের বক্তব্য, ‘‘ওদের কাছে প্রমাণ থাকলে প্রশাসনের কাছে দিক। মুখ্যমন্ত্রী তো বলেছেন, প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dhaniakhali TMC Cut Money
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE