Advertisement
১৯ এপ্রিল ২০২৪

রক্ত দিলে উপহার সেগুন গাছের চারা

অনেক রক্তদান শিবিরেই পুরস্কারের হাতছানি থাকে। এতে প্রমাদ গোনেন রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত লোকজন। তাঁদের খেদ, দামি উপহারের লোভে অনেকে রোগ লুকিয়ে বা যথাযথ নিয়ম না মেনেই রক্ত দেন। তাতে অনেক রক্ত নষ্ট হয়। আবার অনেক ক্ষেত্রে অন্যের শরীরে তা দেওয়া হলে রক্তবাহিত সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাঁরা মনে করেন, বিনা উপহারের শিবির থেকে সংগৃহীত রক্ত অনেক বেশি নিরাপদ।

অন্য-রকম: গাছের চারা হাতে এক রক্তদানকারী। নিজস্ব চিত্র

অন্য-রকম: গাছের চারা হাতে এক রক্তদানকারী। নিজস্ব চিত্র

প্রকাশ পাল
শ্রীরামপুর শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৮ ০১:৪৯
Share: Save:

রক্ত দেওয়ার পর পাখা, প্রেশার কুকার বা ওয়াটার ফিল্টার নয়, রক্তদাতাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে একটি করে গাছের চারা। শনিবার শ্রীরামপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে স্থানীয় বল্লভপুর বালক সঙ্ঘের মাঠে স্বেচ্ছায় রক্তদাতাদের জন্য ছিল এমনই আয়োজন। ১২ জন মহি‌লা-সহ মোট পঞ্চাশ জন রক্ত দিলেন।

অনেক রক্তদান শিবিরেই পুরস্কারের হাতছানি থাকে। এতে প্রমাদ গোনেন রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত লোকজন। তাঁদের খেদ, দামি উপহারের লোভে অনেকে রোগ লুকিয়ে বা যথাযথ নিয়ম না মেনেই রক্ত দেন। তাতে অনেক রক্ত নষ্ট হয়। আবার অনেক ক্ষেত্রে অন্যের শরীরে তা দেওয়া হলে রক্তবাহিত সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাঁরা মনে করেন, বিনা উপহারের শিবির থেকে সংগৃহীত রক্ত অনেক বেশি নিরাপদ।

শ্রীরামপুরে কয়েকটি জায়গায় বিনা উপহারে শিবির করা হয়। গত বছর শহরের ১৯ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগেও রক্তদাতাদের উপহার হিসেবে গাছের চারা দেওয়া হয়েছিল। সম্প্রতি শ্রীরামপুর স্পোর্টিং ক্লাবের তরফেও রক্তদাতাদের গাছের চারা দেওয়া হয়।

ওই তালিকায় ওয়ার্ডের কাউন্সিলর ঝুম মুখোপাধ্যায়ের স্বামী, শ্রীরামপুর পুরসভার কর্মী চন্দ্রনাথ মুখোপাধ্যায় সাত মাস আগে প্রয়াত হয়েছেন। এ দিন স্বেচ্ছায় রক্তদান শিবিরটি চন্দ্রনাথবাবুর স্মৃতির উদ্দেশ্যেই আয়োজন করা হয়। ঝুম বলেন, ‘‘রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত অনেকের কাছেই জেনেছি, উপহার দিলে কী সমস্যা হতে পারে। তাই তথাকথিত উপহারের পরিবর্তে গাছের চারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Blood Donation Prize Teak Wood Sapling
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE