Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Jangipara Kisan Mandi

মান্ডিতে অনুদান নেওয়া স্থগিত

মান্ডিতে আসা ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে সমিতির লোকজন কুপনের বিনিময়ে পাঁচ টাকা করে অনুদান নেন।

টাকা নিয়ে দেওয়া হয়েছে এই কুপন। নিজস্ব চিত্র

টাকা নিয়ে দেওয়া হয়েছে এই কুপন। নিজস্ব চিত্র

দীপঙ্কর দে
জাঙ্গিপাড়া শেষ আপডেট: ০১ মে ২০২০ ০৫:৩৭
Share: Save:

জাঙ্গিপাড়া কিসান মান্ডি রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাধানগর এলাকার একটি সমিতির। এ জন্য মান্ডিতে আসা ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে সমিতির লোকজন কুপনের বিনিময়ে পাঁচ টাকা করে অনুদান নেন। কিন্তু সেই কুপনে না থাকে সমিতির নাম, না থাকে অনুদান আদায়কারীর সই, এই অভিযোগ পেয়ে নড়ে বসল ব্লক প্রশাসন।

বৃহস্পতিবার থেকে অনুদান নেওয়া আপাতত স্থগিত করে দেওয়া হল। বিডিও সীতাংশুকুমার শীট বলেন, ‘‘ওই সমিতিকে বলে দেওয়া হয়েছে, যতদিন না কুপন ঠিক করা হচ্ছে, ততদিন কোনও অনুদান নেওয়া যাবে না। কৃষকেরা স্বেচ্ছায় অনুদান দিলে দেবেন। জোর করে অনুদানের টাকা তোলা যাবে না।’’ এ নিয়ে সমিতির কোনও কর্তার সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।

বর্তমানে লকডাউন চলায় জাঙ্গিপাড়া, চণ্ডীতলা এবং তারকেশ্বর এলাকার অন্তত ১২০০ কৃষক প্রতিদিন ওই কিসান মান্ডিতে আনাজ বিক্রি করতে আসছেন। বিজেপির অভিযোগ, যাঁরা কুপন কাটছেন, তাঁরা তৃণমূলের লোক। ওই টাকা কোথায় যাচ্ছে, তা স্পষ্ট নয়। বিজেপির জাঙ্গিপাড়া মণ্ডল সভাপতি হেমন্ত সাঁতরার অভিযোগ, ‘‘চাষিদের সঙ্গে আলোচনা না করে সকলের থেকেই ওই টাকা নেওয়া হচ্ছিল। অবিলম্বে ওই টাকা নেওয়া বন্ধ হোক।’’

এ নিয়ে জাঙ্গিপাড়ার তৃণমূল বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘‘কিসান মান্ডি চালাতে গেলে একটি কমিটি প্রয়োজন। লকডাউন উঠে গেলে কৃষকদের সঙ্গে আলোচনায় বসা হবে। রক্ষণাবেক্ষণের জন্য কৃষকেরাই ঠিক করবেন কত টাকা দিতে পারবেন। বিজেপি অহেতুক রাজনীতি করছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jangipara Kisan Mandi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE