Advertisement
২৪ এপ্রিল ২০২৪

দখল-দাপটে প্রাণ হাতে রাস্তায় পথচারী

রাস্তার দু’পাশ দখল করে অবাধে চলছে ব্যবসা। ফলে রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে জখম এমনকী প্রাণহানি হচ্ছে পথচারীদের। দখলদারদের দাপটে নাজেহাল অবস্থা চুঁচুড়াবাসীর।

দখল:  চুঁচুড়ায় জিটি রোডে ছবি তুলেছেন তাপস ঘোষ

দখল: চুঁচুড়ায় জিটি রোডে ছবি তুলেছেন তাপস ঘোষ

নিজস্ব সংবাদদাতা
চুঁচুড়া শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৭ ০২:২৬
Share: Save:

রাস্তার দু’পাশ দখল করে অবাধে চলছে ব্যবসা। ফলে রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে জখম এমনকী প্রাণহানি হচ্ছে পথচারীদের। দখলদারদের দাপটে নাজেহাল অবস্থা চুঁচুড়াবাসীর।

শহরের বুক চিরে চলে গিয়েছে জিটি রোড। দিনভর হাজার হাজার গাড়ি চলাচল করে। যার মধ্যে রয়েছে আন্তঃরাজ্যে চলাচলকারী ভারী ট্রাক, ট্রেলার। রাস্তার দু’পাশে জনপদ থাকার জন্য পথচারী থেকে ছোট গাড়ি যেমন অটো, টোটো, রিকশার চাপও খুব বেশি। চুঁচুড়ার খাদিনামোড়ে জিটি রোডের উপর গোলপার্কে চারটি রাস্তা রয়েছে। একটি চুঁচুড়া শহরে প্রবেশ করেছে। একটি চুঁচুড়া স্টেশন হয়ে দিল্লি রোডের সঙ্গে মিশেছে। যেখান দিয়ে জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছনো যায়। মূল রাস্তার একদিক চন্দননগর, ভদ্রেশ্বর হয়ে কলকাতামুখী এবং অন্যদিক দিয়ে বর্ধমান হয়ে ভিন রাজ্যে চলে গিয়েছে। পথচারীদের হাঁটার জন্য এই রাস্তার দু’পাশেই রয়েছে ফুটপাথ। কিন্তু তা দখল করে গজিয়ে উঠেছে একাধিক গাড়ি সারানোর গ্যারাজ থেকে বিভিন্ন দোকান।

গ্যারাজগুলিতে আবার গাড়ি সারানোর কাজ চলে পুরো ফুটপাথ জুড়ে। কোথাও সাজানো থাকে দোকানের সামগ্রী। খাদিনামোড় থেকে জিটি রোড ধরে চন্দননগরের দিকে যেতে চোখে পড়বে এরকমই অসংখ্য গাড়ি সারানোর গ্যারাজ। বহু জায়গায় পুরনো গাড়ি বিক্রি জন্য প্রায় রাস্তার উপরেই রেখে দেওয়া হয়েছে। স্থানীয় লোকজনের অভিযোগ, ফুটপাথ দখল নিয়ে তাঁরা বার বার প্রতিবাদ জানিয়েছেন। পুলিশ থেকে স্থানীয় কাউন্সিলর সর্ত্রই অভিযোগ করেছেন। কিন্তু দখল হটানো যায়নি।

তাঁদের আরও অভিযোগ, একে তো দখলদারির দাপট, তার উপর নতুন উপদ্রব রাস্তা দিয়ে দ্রতগতিতে মোটরবাইক চালানো। যার জেরে প্রায়ই জখম হচ্ছেন পথচারী। দিনের বেলা তবু দেখেশুনে চলাফেরা করা যায়। কিন্তু রাতে আলো-আঁধারি পরিবেশে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে।

চুঁচুড়ার বাসিন্দা অলোক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আগে রাস্তার অবস্থা খারাপ ছিল। যানবাহন চলাচল করত খুবই ধীর গতিতে। কিন্তু সম্প্রতি রাস্তার হাল ফেরায় যানবাহনের গতি বেড়েছে। তার উপর ফুটপথ যে ভাবে দখল করে রেখেছে ব্যবসায়ীরা তাতে রাস্তা দিয়ে হাঁটা দুষ্কর। ফলে দুর্ঘটনা ঘটছে। অথচ প্রশাসনের কোনও হেলদোল নেই।’’

হুগলির জেলাশাসক সঞ্জয় বনশল বলেন, ‘‘ফুটপথ দখল করে ব্যবসা বেআইনি। সবকিছু খতিয়ে দেখে যারা এ কাজ করছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Forceful possession Accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE