
পথ দুর্ঘটনায় মৃত ৪ গুড়াপে
পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হুগলির গুড়াপের মাজিনানে। পুলিশ সূত্রে খবর, এদিন দুপুর ১২টা নাগাদ দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গুড়াপের কাছে মাজিনানের পিংহেলায় একটি মিনি ট্রাকের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। মিনি ট্রাকটি রাস্তার পাশে উল্টে গেলে তার চালক সহ চার আরোহী গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা ও পুলিশ ঘটনাস্থলে টলে আসে। আহতদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান চারজন। তব রাত পর্যন্ত কেবল দু’জনের পরিচয় জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম আশিস চন্দ্র (৪০) এবং রাজু রাউত (৫৮)। তাঁরা উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের আবদালপুরের বাসিন্দা। তাঁরা বর্ধমানের দিক থেকে কলকাতায় ফিরছিলেন।
- Tags
- road accidents
- Gurap