Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ধান আনতে যাওয়ার পথে কন্টেনারের ধাক্কায় দিল্লি রোডে মৃত ট্র্যাক্টর চালক

বাদল মুর্মু (২৮) পায়রাডিঙি গ্রামের বাসিন্দা। সেখান থেকে ধান আনতে  তিনি যাচ্ছিলেন পোলবার অ্যারেঙ্গার প্যাঁচাটির মাঠে।

কন্টেনারের ধাক্কায় পিষে গিয়েছে ট্রাক্টরটি। নিজস্ব চিত্র।

কন্টেনারের ধাক্কায় পিষে গিয়েছে ট্রাক্টরটি। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
চুঁচুড়া শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২০ ১২:১০
Share: Save:

মাঠ থেকে ধান আনতে ট্র্যাক্টর নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন বাদল মুর্মু। যাওয়ার পথে দিল্লি রোডে তাঁর ট্র্যাক্টরে ধাক্কা মারে ডানকুনির দিক থেকে আসা একটি কন্টেনার। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলি জেলার কামদেবপুর মোড়ে।

বাদল মুর্মু (২৮) পায়রাডিঙি গ্রামের বাসিন্দা। সেখান থেকে ধান আনতে তিনি যাচ্ছিলেন পোলবার অ্যারেঙ্গার প্যাঁচাটির মাঠে। যাওয়ার পথেই ঘটে এই দুর্ঘটনা। এই দুর্ঘটনার জেরে দিল্লি রোডের মগরাগামী লেনে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পোলবা থানার পুলিশ। বাদলের দেহ উদ্ধার করে পাঠানো হয় চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে। পরে ক্রেন নিয়ে এসে কনটেনারটিকে সরানো হয়। স্থানীয় বাসিন্দা প্রশান্ত বিশ্বাস বলেছেন, ‘‘দিল্লি রোডের কামদেবপুর মোড়ের সামনেই একটা আইল্যান্ড রয়েছে। সেখানে গাড়ি ঘোরাতে গিয়ে অনেকেই দুর্ঘটনার কবলে পড়েন। আজ ট্র্যাক্টরটি দিল্লি রোডে ওঠার পর ডানদিক ধরে যাচ্ছিল। আর একটু গেলেই মাঠে পৌঁছে যেত। কিন্তু তার আগেই বড় কন্টেনারটি হুড়মুড় করে এসে পিষে দেয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Road Accident Hooghly
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE