Advertisement
২৫ এপ্রিল ২০২৪

গরমে বন্দিদের জন্য লেবুর জল

প্রবল গরমে সকলেরই হাঁসফাঁস অবস্থা। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। বন্দিদের শারীরিক অবস্থা যাতে ঠিক থাকে, তার জন্য তাদের সকালের দিকে নুন-চিনির শরবত এবং লেবুর জল দেওয়া শুরু করেছেন উলুবেড়িয়া জেল কর্তৃপক্ষ। জেলার পুলক মণ্ডল জানান, সকাল সাতটা নাগাদ জেলের বন্দিদের নুন-চিনির শরবত দেওয়া হচ্ছে। ন’টা নাগাদ লেবুর জল। বন্দিদের যাতে ‘ডিহাইড্রেশন’ না হয়, সে জন্যই এই ব্যবস্থা।

নিজস্ব সংবাদদাতা
উলুবেড়িয়া শেষ আপডেট: ০২ জুন ২০১৫ ০০:৫৩
Share: Save:

প্রবল গরমে সকলেরই হাঁসফাঁস অবস্থা। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। বন্দিদের শারীরিক অবস্থা যাতে ঠিক থাকে, তার জন্য তাদের সকালের দিকে নুন-চিনির শরবত এবং লেবুর জল দেওয়া শুরু করেছেন উলুবেড়িয়া জেল কর্তৃপক্ষ।

জেলার পুলক মণ্ডল জানান, সকাল সাতটা নাগাদ জেলের বন্দিদের নুন-চিনির শরবত দেওয়া হচ্ছে। ন’টা নাগাদ লেবুর জল। বন্দিদের যাতে ‘ডিহাইড্রেশন’ না হয়, সে জন্যই এই ব্যবস্থা। এ ছাড়া বেশি করে জল মজুত করে রাখা হয়েছে। বন্দিদের বেশি করে জল খেতে বলা হয়েছে।

কয়েক দিন আগে এই জেলে এক বন্দি অসুস্থ হয়ে মারা যায়। সে কথা খেয়াল রেখেই বন্দিদের প্রতি আরও নজর দেওয়া হয়েছে বলে জেল কর্তৃপক্ষের দাবি। এ ছাড়া জেলে পাখার সংখ্যাও বাড়ানো হয়েছে। জেলে বর্তমানে ১৫৪ জন বন্দি রয়েছেন। কয়েক দিন ধরেই জেলার তাপমাত্রা ৩৫-৩৮ ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করছে। বেলা বাড়লেই রাস্তায় লোকজন কমছে। দুপুরের দিকে ট্রেনে, বাসে যাত্রীও কম দেখা যাচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Uluberia Jail authority jail prisoner weather
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE