Advertisement
২৫ এপ্রিল ২০২৪

হুগলি সফরে আসছেন মুখ্যমন্ত্রী

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পুরনো কর্মসূচি অনুযায়ী তারকেশ্বরের বালিগোড়িতেই ওই কর্মসূচি হবে।

আগামী শুক্রবার হুগলি সফরে আসছেন মমতা। —ফাইল চিত্র।

আগামী শুক্রবার হুগলি সফরে আসছেন মমতা। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
তারকেশ্বর শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:২৯
Share: Save:

গত ৩ ফেব্রুয়ারি কলকাতার নগরপাল রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার পরে স্থগিত হয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬ ফেব্রুয়ারির হুগলি সফর। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে ২২ ফেব্রুয়ারি, আগামী শুক্রবার সেই সফরেই আসছেন মমতা।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পুরনো কর্মসূচি অনুযায়ী তারকেশ্বরের বালিগোড়িতেই ওই কর্মসূচি হবে। প্রশাসনিক মহলে সফরের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। শনিবার প্রশাসনের তরফে সভাস্থ‌ল পরিদর্শন করা হয়।

প্রশাসন সূত্রের খবর, ওই দিন বালিগোড়িতে প্রস্তাবিত গ্রিন ইউনিভার্সিটির শিলান্যাস করবেন তিনি। ১২ নম্বর রুটের রাস্তার ধারে ওই প্রকল্প এলাকার পার্শ্ববর্তী মাঠেই তাঁর সভা করার কথা। সেখানে কন্যাশ্রী, যুবশ্রী-সহ বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের পরিষেবা প্রদান‌ করবেন তিনি।

শুধু তাই নয়, সভাস্থলের পাশেই ওই দিন মাটি উৎসব হবে। মুখ্যমন্ত্রী ওই উৎসবের উদ্বোধন করবেন।

শনিবার সভাস্থল পরিদর্শন করেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, হুগলি থেকে নির্বাচিত মন্ত্রী তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, জেলা সভাধিপতি মেহবুব রহমানেরা। জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা, জেলার (গ্রামীণ) পুলিশ সুপার সুকেশ জৈন-সহ পুলিশ-প্রশাসনের অন্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

প্রশাসনের এক আধিকারিক বলেন, ‘‘মূলত পরিষেবা প্রদান করতেই আসছেন মুখ্যমন্ত্রী। গ্রিন ইউনিভার্সিটি-সহ বিভিন্ন প্রকল্পের শিলান্যাস বা উদ্বোধন হতে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE