Advertisement
১৬ এপ্রিল ২০২৪

পুরশুড়ায় তৃণমূলের কোন্দল ঠেকাতে বৈঠক বিধানসভায়

পঞ্চায়েত ভোটের আগে পুরশুড়ায় দলের গোষ্ঠীকোন্দল ঠেকাতে এলাকার বর্তমান ও প্রাক্তন বিধায়ককে মুখোমুখি বসিয়ে বৈঠক করল তৃণমূলের রাজ্য নেতৃত্ব। সেখানে জানিয়ে দেওয়া হয়েছে, এর পর থেকে ওই এলাকায় কোনও দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
পুরশুড়া শেষ আপডেট: ২৫ মে ২০১৭ ০২:১৫
Share: Save:

পঞ্চায়েত ভোটের আগে পুরশুড়ায় দলের গোষ্ঠীকোন্দল ঠেকাতে এলাকার বর্তমান ও প্রাক্তন বিধায়ককে মুখোমুখি বসিয়ে বৈঠক করল তৃণমূলের রাজ্য নেতৃত্ব। সেখানে জানিয়ে দেওয়া হয়েছে, এর পর থেকে ওই এলাকায় কোনও দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না।

হুগলি জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছ, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমবার দুপুরে পুরশুড়ার বর্তমান তৃণমূল বিধায়ক মহম্মদ নূরুজ্জামান এবং প্রাক্তন তৃণমূল বিধায়ক পারভেজ রহমানকে বিধানসভায় ডেকে পাঠান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিম। সেখানে পারভেজ রহমানকে পুরশুড়া এলাকার সংগঠন দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। উন্নয়ন সহ প্রশাসনিক বিষয় দেখবেন বর্তমান বিধায়ক মহম্মদ নূরুজ্জামান।

নুরুজ্জামান বলেন, “মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, দলের মধ্যে কোন অশান্তি তিনি মানবেন না। সেই মতো পুরশুড়া বিধানসভা এলাকায় গোষ্ঠী বিবাদের ক্ষেত্রে কড়া পদক্ষেপ করা হবে।” পারভেজ রহমানের দাবি, “দলের পুরনো এবং নতুনদের একসঙ্গে নিয়ে কাজ শুরু করছি। কোথাও গোষ্ঠীদ্বন্দের পরিবেশ তৈরি হতে দেওয়া হবে না।”

পারভেজ রহমান ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত পুরশুড়ার বিধায়ক ছিলেন। কিন্তু ২০১৬ সালের বিধানসভা ভোটে তিনি টিকিট পাননি। প্রার্থী হন মহম্মদ নূরুজ্জামান। তার পর থেকে বর্তমান এবং প্রাক্তন বিধায়কের অনুগামীরা মধ্যে প্রায়ই সংঘর্ষ হয় বলে অভিযোগ। সম্প্রতি শ্যামপুর পঞ্চায়েত এলাকায় ক্ষমতা দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ হয়। কয়েকদিন ধরে চলে বোমাবাজি, আগুন দেওয়া হয় খড়ের গাদায়। তৃণমূলের একটি গোষ্ঠী পথ অবরোধ করলে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। আহত হন কয়েকজন। তার পরেই দলের রাজ্য নেতৃত্ব বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Assembly party conflict
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE