Advertisement
২৫ এপ্রিল ২০২৪

নাবালিকা বিয়ে বন্ধে কর্মশালা

নাবালিকা বিয়ে রুখতে স্কুলে অভিভাবকদের নিয়ে আলোচনাসভা করল বালি-জগাছা ব্লকের নিশ্চিন্দা বালিকা বিদ্যাপীঠ। শনিবার স্কুল ক্যাম্পাসেই সভাটি হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিবেদিতা মণ্ডল জানান, স্কুল সংলগ্ন এলাকায় মূলত নিম্নবিত্ত এবং দরিদ্র মানুষের বাস।

হাওড়া
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৬ ০১:১৯
Share: Save:

নাবালিকা বিয়ে রুখতে স্কুলে অভিভাবকদের নিয়ে আলোচনাসভা করল বালি-জগাছা ব্লকের নিশ্চিন্দা বালিকা বিদ্যাপীঠ। শনিবার স্কুল ক্যাম্পাসেই সভাটি হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিবেদিতা মণ্ডল জানান, স্কুল সংলগ্ন এলাকায় মূলত নিম্নবিত্ত এবং দরিদ্র মানুষের বাস। নবম শ্রেণি থেকেই মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়। কয়েকটি ক্ষেত্রে অভিভাবকদের বুঝিয়ে এবং প্রশাসনের সহযোগিতায় সেই বিয়ে আটকানো গেলেও বেশিরভাগ ক্ষেত্রেই বিয়ে হয়ে যায়। বাড়ে স্কুলছুটের সংখ্যা। তাই নাবালিকা বিয়ের ক্ষতিকর দিকগুলি জানাতে অভিভাবকদের ডাকা হয়েছিল। স্কুল সূত্রে জানা গিয়েছে, ওই সভায় কৃমির ওষুধ নিয়ে অযথা গুজব ছড়াতেও নিষেধ করা হয়। মাস কয়েক আগে কৃমির ওষুধ খেয়ে বিভিন্ন জেলায় কয়েক জন স্কুল পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছিল বলে গুজব ছড়িয়েছিল। যদিও বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছিলেন, ওই ওষুধ খেলে অসুস্থ হওয়ার কোনও সম্ভবনা নেই। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বালি-নিশিন্দা পঞ্চায়েতের প্রধান সন্দীপ রায়, পঞ্চায়েত সমিতির সদস্যা মিঠু গঙ্গোপাধ্যায় প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

child marriage
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE