Advertisement
১৬ এপ্রিল ২০২৪

ভদ্রেশ্বরে জুটমিল খুলতে স্মারকলিপি

মিল চালুর দাবিতে উপ শ্রম অধিকর্তার কাছে স্মারকলিপি দিলেন বন্ধ শ্যামনগর জুটমিলের শ্রমিকরা। গত ৯ই মে ভদ্রেশ্বরের শ্যামনগর জুটমিল কর্তৃপক্ষ শ্রমিক বিশৃঙ্খলা এবং চটকলের আর্থিক অবনতিকে কারণ হিসাবে দেখিয়ে কাজ বন্ধের বিজ্ঞপ্তি (সাসপেনশন অব ওয়ার্ক) জারি করে মিলের দরজা বন্ধ করে দেন। এর ফলে প্রায় পাঁচ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েন। এ ছাড়াও মিল কর্তৃপক্ষ ওই বিজ্ঞপ্তিতে ১৮২ জন শ্রমিককে কাজ থেকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেন।

শেষ আপডেট: ২০ জুন ২০১৫ ০০:২২
Share: Save:

মিল চালুর দাবিতে উপ শ্রম অধিকর্তার কাছে স্মারকলিপি দিলেন বন্ধ শ্যামনগর জুটমিলের শ্রমিকরা। গত ৯ই মে ভদ্রেশ্বরের শ্যামনগর জুটমিল কর্তৃপক্ষ শ্রমিক বিশৃঙ্খলা এবং চটকলের আর্থিক অবনতিকে কারণ হিসাবে দেখিয়ে কাজ বন্ধের বিজ্ঞপ্তি (সাসপেনশন অব ওয়ার্ক) জারি করে মিলের দরজা বন্ধ করে দেন। এর ফলে প্রায় পাঁচ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েন। এ ছাড়াও মিল কর্তৃপক্ষ ওই বিজ্ঞপ্তিতে ১৮২ জন শ্রমিককে কাজ থেকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেন। শ্রমিকদের অভিযোগ, মিথ্যা অজুহাতে কর্তৃপক্ষ কাজ বন্ধের নোটিস ঝুলিয়েছেন। মিল খোলার ব্যাপারে চন্দননগরের মহাকুমাশাসকের দফতরে ত্রিপাক্ষিক বৈঠক হলেও সমাধান সূত্রে মেলেনি। এই অবস্থায় শ্রমিকরা উপ শ্রম কমিশনারের দ্বারস্থ হন। শুক্রবার দুপুরে শ্যামনগর জুটমিলের শ্রমিকরা মিল চালুর দাবিতে স্মারকলিপিও দেন। উপ-শ্রম অধিকর্তা তীর্থঙ্কর সেনগুপ্ত বলেন, ‘‘মিল চালুর ব্যাপারে শ্রমিকদের স্মারকলিপি পেয়েছি। প্রশাসনিক বৈঠকে মিল কর্তৃপক্ষের সঙ্গে সুষ্ঠ আলোচনার মাধ্যমে যত শীঘ্র মিল চালু করার চেষ্টা করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

jute mill bhadreswar Memorandum chandannagar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE