Advertisement
২৫ এপ্রিল ২০২৪

তল্লাশিতে টাকা হাতানোর অভিযোগ, পথ অবরোধ

পান্ডুয়ার আবগারি দফতরের আধিকারিক শুভময় বিশ্বাস বলেন, ‘‘আমাদের কাছে অভিযোগ ছিল, ওই দোকানে চোলাই বিক্রি হয়। তল্লাশি চালিয়ে ছ’লিটার মদ উদ্ধার করেছি। তবে, কোনও মামলা হয়নি। আমরা কোনও টাকা নিইনি। অসত্য কথা বলা হচ্ছে।’’

চাপানউতোর: আবগারি দফতরের সামনে বিক্ষোভ। নিজস্ব চিত্র

চাপানউতোর: আবগারি দফতরের সামনে বিক্ষোভ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
পান্ডুয়া শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮ ০১:৩৮
Share: Save:

চোলাই মদের তল্লাশির নামে চায়ের দোকানে ঢুকে আবগারি দফতরের লোকজন টাকা হাতিয়ে নিয়েছেন, এই অভিযোগ প্রায় দেড় ঘণ্টা জিটি রোড পথ অবরোধ করল জনতা। শুক্রবার হুগলির খন্যানের ঘটনা। তৃণমূলে্র নেতৃত্বেই অবরোধ হয়। অভিযোগ মানেনি আবগারি দফতর।

ওই দফতর ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাত ন’টা নাগাদ খন্যান‌ে জিটি রোডের ধারে দীনেশ সাউয়ের চায়ের দোকানে তল্লাশি চালা‌নো হয়। তাঁর স্ত্রী গীতাদেবীর অভিযোগ, ‘‘আট-ন’জন পুলিশের পোশাকে এসে তল্লাশি করে। ডিম এবং খাবার নিয়ে যায়। জমি কিনব বলে ঋণ এবং জমানো মিলিয়ে আড়াই লক্ষ টাকা বিছানার তলায় ছিল। সব টাকা ওরা নিয়ে যায়। বাধা দিলে স্বামীকে ধাক্কা মেরে ফেলে দেয়।’’ তাঁর দাবি, ‘‘আমরা কোনও দিন মদ বা চোলাই বিক্রি করি না। কেন তল্লাশি করা হল জানি না। গোটা বিষয়টি আমরা থানায় লিখিত ভাবে জানিয়েছি।’’

গীতাদেবীরা শুক্রবার সকালে বিষয়টি তৃণমূল নেতা শান্তনু সরকারকে জানান। শান্তনু বলেন, ‘‘বিকেলে পান্ডুয়ায় আবগারি দফতরের আধিকারিকের কাছে গিয়ে দীনেশবাবুদের টাকা ফেরত দিতে বলি। মদ উদ্ধারের নথি ওঁরা দেখাতে পারেননি। সদুত্তর মেলেনি। তাই অবরোধ হয়েছে।’’ পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। পান্ডুয়ার আবগারি দফতরের আধিকারিক শুভময় বিশ্বাস বলেন, ‘‘আমাদের কাছে অভিযোগ ছিল, ওই দোকানে চোলাই বিক্রি হয়। তল্লাশি চালিয়ে ছ’লিটার মদ উদ্ধার করেছি। তবে, কোনও মামলা হয়নি। আমরা কোনও টাকা নিইনি। অসত্য কথা বলা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pandua Road Block
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE