Advertisement
২৫ এপ্রিল ২০২৪

শ্রীরামপুর কলেজে মনোনয়ন জমা অনলাইনে

ছাত্রভোটের দামামা বাজতেই হুগলির বিভিন্ন কলেজ ক্যাম্পাস অশান্ত হয়ে উঠেছে। কোথাও শাসকদলের ছাত্র সংগঠনের সঙ্গে বিরোধীদের গোলমাল, কোথাও আবার শাসকদলের ছাত্র সংগঠনেরই গোষ্ঠী সংঘর্ষ।

নিজস্ব সংবাদদাতা
শ্রীরামপুর শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৭ ০০:০০
Share: Save:

ছাত্রভোটের দামামা বাজতেই হুগলির বিভিন্ন কলেজ ক্যাম্পাস অশান্ত হয়ে উঠেছে। কোথাও শাসকদলের ছাত্র সংগঠনের সঙ্গে বিরোধীদের গোলমাল, কোথাও আবার শাসকদলের ছাত্র সংগঠনেরই গোষ্ঠী সংঘর্ষ। এই পরিস্থিতিতে হুগলির শ্রীরামপুর কলেজে মনোনয়ম তোলা এবং জমার প্রক্রিয়া অনলাইনে করার সিদ্ধান্ত নিল।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ওই কলেজের তরফে জানানো হয়েছে, আজ, শনিবার বিকেল ৫টা থেকে কলেজের ওয়েবসাইটে মনোনয়নপত্র ছাড়া হবে। মনোনয়নপত্র পূরণ করে অনলাইনেই তা জমা দিতে হবে। ১৭ তারিখ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। ভোট ৩১ তারিখে। কলেজ শিক্ষকদের অনেকে মনে করেন, এই প্রক্রিয়ায় অশান্তি কমবে। কলেজের বার্সার যিষ্ণু দাশগুপ্ত জানান, স্কুটিনির পরে ১৯ জানুয়ারি প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

নতুন ব্যবস্থাকে স্বাগত জানিয়েও বিরোধী ছাত্র সংগঠনগুলি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। এসএফআইয়ের জেলা সম্পাদক অর্ণব বসু বলেন, ‘‘কলেজে নির্বাচনের আদর্শ পরিবেশ নেই। তাই আপাতত অনলাইন ব্যবস্থা স্বস্তির। ভোটের দিনের নিরাপত্তা যেন পুলিশ-প্রশাসন নিশ্চিত করে।’’ ডিএসও-র জেলা সম্পাদক দীপঙ্কর মণ্ডল বলেন, ‘‘অনলাইন ব্যবস্থার বিরোধিতা করছি না। তবে শুধু এই ব্যবস্থায় কলেজে গণতান্ত্রিক পরিবেশ ফিরবে? ভোটের দিন সব কিছু স্বাভাবিক থাকবে?’’ পক্ষান্তরে, কলেজের তৃণমূল ছাত্র পরিষদ নেতা সঞ্জীব রামের বক্তব্য, ‘‘নির্বাচন‌ যে প্রক্রিয়াতেই হোক, জিতব আমরাই। বিরোধীদের পাশে ছাত্রছাত্রীরা নেই। ওরা পারে শুধু অভিযোগ করতে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Serampore College Election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE