Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ধুলাগড়ে বোমাবাজিতে ধৃত

শীতলা মন্দিরে পুজো করা নিয়ে সেবাইতদের সঙ্গে গ্রামবাসীদের একাংশের বচসা গড়াল হাতাহাতিতে। চলল বোমাবাজি। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে সাঁকরাইলের ধুলাগড় বাজার এলাকার ঘটনা। দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে শনিবার কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। যদিও ধৃতেরা জামিন পেয়ে গিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
সাঁকরাইল শেষ আপডেট: ১৭ মে ২০১৫ ০১:৪৫
Share: Save:

শীতলা মন্দিরে পুজো করা নিয়ে সেবাইতদের সঙ্গে গ্রামবাসীদের একাংশের বচসা গড়াল হাতাহাতিতে। চলল বোমাবাজি। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে সাঁকরাইলের ধুলাগড় বাজার এলাকার ঘটনা। দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে শনিবার কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। যদিও ধৃতেরা জামিন পেয়ে গিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর ধরেই মন্দিরের সেবাইত ভট্টাচার্য পরিবারের সঙ্গে গ্রামবাসীদের একাংশের অশান্তি চলছে। শুক্রবার সেটিই চরম আকার নেয়। মন্দিরের অন্যতম সেবাইত গোপাল ভট্টাচার্যের দাবি, মন্দিরটি তাঁদের পারিবারিক। কিছু দিন ধরে গ্রামবাসীদের একাংশ ওই মন্দিরটির দখল নিতে চাইছে। তাঁর অভিযোগ, ‘‘এলাকার কয়েক জন লোক মদ্যপ অবস্থায় এসে আমাদের বাড়ি ভাঙচুর করে। পরিবারের সদস্যদের মারধর করে। বোমাবাজিও করে।’’ অভিযোগ অস্বীকার করে গ্রামবাসীদের পাল্টা দাবি, ওই মন্দিরে গ্রামের সকলের পুজো দেওয়ার অধিকার রয়েছে। ভট্টাচার্য বাড়ির সদস্যেরা তাঁদের মন্দিরে ঢুকতে বাধা দেন। প্রতিবাদ করলে বচসা হয়।

ধুলাগড় পঞ্চায়েতের প্রধান মানবেন্দ্র ডোম জানান, সমস্যা মেটাতে দু’পক্ষকে নিয়ে এর আগে আলোচনায় বসা হয়েছিল। এই নিয়ে সেবাইতদের পক্ষ থেকে আদালতে একটি মামলাও করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনাটির তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police bomb dhulagarh panchayet southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE